পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৪

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
আহত ১২৩ জনের ১৭ জনের অবস্থা গুরুতর। ছবি মংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর কর্মী সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনেরও বেশি।

রবিবার (৩০ জুলাই) আফগানিস্তানের সীমান্তবর্তী খার শহরে দলটির চার শতাধিক কর্মী-সমর্থক একটি তাঁবুর নীচে জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৪
বিস্ফোরণের খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বাজাউরের খার তহসিলে পৌঁছায়। ছবি সংগৃহীত

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেন, ‘হাসপাতালে ৩৯টি মরদেহ রয়েছে। আহত ১২৩ জনের ১৭ জনের অবস্থা গুরুতর।’ প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলিও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা এলাকাটি ঘেরাও করে ফেলে।

- বিজ্ঞাপন -

কেপির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ শাহ বলেন, ‘বাজাউর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে হাসপাতালগুলোয় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

জিও নিউজের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর আহতদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৪
আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি রয়টার্সের একটি ভিডিও থেকে স্কিন শট নেয়া।

এদিকে বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান ডন ডটকমকে জানিয়েছেন, খার তহসিলের জেইউআই-এফ আমির মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন।

বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল কামাল বলেন, ‘১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বাজাউর জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) স্থানান্তর করা হচ্ছে।’

ঘটনাস্থলে উপস্থিত ডন ডটকমের প্রতিবেদক জানান, আহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন।

- বিজ্ঞাপন -
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৪
আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিচ্ছেন সেনা সদস্যরা। ছবি সংগৃহীত

রহিম শাহ নামের এক প্রত্যক্ষদর্শী ডন ডটকমকে বলেন, ‘বিস্ফোরণের সময় সম্মেলনে ৫০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। আমরা একটি বায়ান (উপদেশ) শুনছিলাম। তখন একটি শক্তিশালী বিস্ফোরণে আমি জ্ঞান হারাই।’

তিনি বলেন, ‘যখন জ্ঞান ফিরে পাই তখন সব জায়গায় রক্ত দেখতে পাই।মানুষ চিৎকার করছিল।’

সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে কেপির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান পুলিশের কাছে বিস্ফোরণের একটি বিশদ প্রতিবেদন চেয়েছেন। এই সঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

- বিজ্ঞাপন -

বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: দ্য ডন

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!