রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)

রাসেল হেসেন
রাসেল হেসেন - সাময়িকী স্টাফ
3 মিনিটে পড়ুন
জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ ১ জুন রাজওয়া আল সেইফকে বিয়ে করেন। ছবি রয়টার্স

রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে

রাজকীয় আয়োজন ও ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (১ জুন) বিয়ে করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।

সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সেইফকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যরা।

রাজকীয় এ বিয়েটি হয় রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং রানি রানিয়ার। এছাড়া রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বাবা সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই একই প্রাসাদে হয়েছিল।

নব দম্পতি হোসেন বিন আব্দুল্লাহ এবং রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

এছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন।

যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভীড় করেন।

ছবিতে জর্ডানের যুবরাজের বিয়ে

Untitled 3 3 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
রোমান্টিক মূহুর্তে নব-দম্পত্তি যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ । ছবি রয়টার্স
Untitled 4 3 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ গাড়িতে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। ছবি রয়টার্স
Untitled 5 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ রাজা রাজা দ্বিতীয় আব্দুল্লাহর দিকে হেটে যাচ্ছেন । ছবি রয়টার্স
Untitled 6 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ প্রাসাদের দিকে আসার সময় একটি ব্যান্ড দল বাজনা বাজাচ্ছেন । ছবি রয়টার্স
Untitled 7 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
ক্রাউন প্রিন্স তার বাবা রাজার কাছে হাজির হন।ছবি রয়টার্স
Untitled 8 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
বিয়েতে অতিথিরা এবং তাদের সামনে বসে আছেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ । ছবি এপি
Untitled 9 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
রাজকীয় রক্ষীদের একটি কাফেলা প্রাসাদের দিকে যাচ্ছে। ছবি রয়টার্স
Untitled 10 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন বিয়ের অনুষ্ঠানে যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফকে শুভেচ্ছা জানায়। ছবি রয়টার্স
Untitled 11 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং রানি রানিয়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং তার মেয়ে অ্যাশলে বাইডেন শুভেচ্ছা জানায়। ছবি রয়টার্স
Untitled 12 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
বিয়ে সরাসরি দেখার জন্য ভিড়ের জন্য দেশব্যাপী বিশাল পর্দা স্থাপন করা হয়েছিল।ছবি রয়টার্স
Untitled 13 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ ও রাজওয়া আল সেইফ অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় হাত নেড়ে শুভেচ্ছা জানায় । ছবি রয়টার্স
Untitled 14 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
একজন ব্যক্তি নাচছেন। ছবি রয়টার্স
Untitled 15 রাজকীয় আয়োজনে জর্ডানের যুবরাজের বিয়ে (ফটো স্টোরি)
রাজকীয় বিবাহের উদযাপনের সময় একটি ব্যান্ড প্যারেড। ছবি রয়টার্স

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: রাসেল হেসেন সাময়িকী স্টাফ
অনুসরণ করুন:
সাংবাদিক এবং সাময়িকীর কর্মী
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!