কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কক্সবাজারে অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প । ফাইল ছবি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২

বাংলাদেশের কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে সশস্ত্র সংগঠনের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে দুই নারী ও পুরুষ নিহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ১৮ নম্বর ক্যাম্পের ১৭ নম্বর ব্লকের মসজিদের পাশের পাহাড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এপিবিএনের ৮ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. ফারুক আহমেদ জানান।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২
কক্সবাজারের উখিয়া উপজেলায় শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ছবি সংগৃহীত

নিহতরা হলেন- ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী নূর হাবা (৫০) এবং ক্যাম্পের বশির আহমদের ছেলে মো. হাসিম (৩২)।

পুলিশ দাবি করেছে, হাসিম সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য এবং তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এ ছাড়া আরসা সন্ত্রাসীদের গুলিতে নূর হাবা নিহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গোলাগুলির সময় আটক ওই ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে সাদেক (৩১) আরসার সদস্য।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, দুপুরে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে আরসার শীর্ষ সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পাওয়া যায়। তখন পুলিশ সেখানে অভিযান চালায়।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২
উদ্ধারকৃত অস্ত্র । ছবি সংগৃহীত

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি শুরু করে। তখন গুলিতে নূর হাবা মারা যান। পুলিশও তখন আত্মরক্ষা ও সাধারণ রোহিঙ্গাদের জীবন রক্ষার্থে গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পিছু হটতে শুরু করে। তখন অস্ত্রসহ সাদেককে আটক করা হয়। পরে সেখান থেকে হাসিমের মরদেহ উদ্ধার করা হয়।

এপিবিএন কর্মকর্তা জানান, মরদেহ দুটি এবং আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ১৮ নম্বর ক্যাম্পের ১৭ নম্বর ব্লকের মসজিদের পাশের পাহাড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। ফাইল ছবি

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ১১ এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসার কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হন। এ ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে আরসার তিনজনকে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!