নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ৭৪ জনকে হত্যা করেছে

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
নাইজেরিয়ার ম্যাপ।

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ৭৪ জনকে হত্যা করেছে

নাইজেরিয়ার বেন্যু রাজ্যে এ সপ্তাহে দুইটি পৃথক ঘটনায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, যে অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে সেখানে সম্প্রতি কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংস বিরোধ অনেক বেড়ে গেছে।

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ৭৪ জনকে হত্যা করেছে
ম্যাপে বেন্যু রাজ্যে । ছবি রয়টার্স

এর কারণ ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বেড়ে যাওয়া খাদ্যের চাহিদা বেড়ে গেছে। যে কারণে উৎপাদন বাড়াতে গত কয়েক বছরে ওই অঞ্চলে কৃষি কাজের জন্য নির্ধারিত আবাদি ভূমির বিস্তার ঘটনো হয়েছে। ফলে যাযাবর পশুপালকদের জন্য উন্মুক্ত তৃণভূমির পরিমাণ অনেক কমে গেছে।

বেন্যু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে বলেন, এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের প্রাথমিকভাবে রাখার একটি শিবির থেকে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বন্দুকধারী সেখানে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে।

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ৭৪ জনকে হত্যা করেছে
সম্প্রতি কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংস বিরোধ অনেক বেড়ে গেছে। ফাইল ছবি

ওই রাজ্যেই দুইদিন আগে গত বুধবার সন্দেহভাজন পশুপালকরা গ্রামবাসীদের হত্যা করে।

বেন্যু রাজ্য গভর্নরের একজন নিরাপত্তা উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বুধবারের হামলার পর ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা ৭৪ জনকে হত্যা করেছে
টহল দিচ্ছে নাইজেরিয়ার সেনাবাহিনী। ফাইল ছবি

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরণের হত্যাকাণ্ড হরহামেশাই ঘটে। যেগুলোর বেশিরভাগই খবরের আড়ালে থেকে যায়। বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনী হয় ঘটনা ঘটার অনেক পরে বা স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে তবেই ঘটনা স্থলে যান।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!