সীমান্তে গুলি করে হত্যার ৫ম দিনে স্কুলছাত্রের লাশ ফেরত দিল বিএসএফ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে গুলি করে স্কুলছাত্র মিনার বাবুকে হত্যার পঞ্চম দিনে পরিবারকে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

দাইনুর সীমান্তের ৩১৪/৭ সাব পিলারের কাছে গেট দিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে মিনারের মরদেহ ফেরত দেওয়া হয়।

এ সময় বিজিবির খানপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আনিসুর রহমান, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আবু বকর ছিদ্দিক, দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান, নিহতের বাবা জাহাঙ্গীর আলম, দুলাভাই আজগার আলী, বিজিবি দাইনুর সীমান্ত ফাঁড়ির সদস্য, ভারতের ভাদড়া হরিপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা ঈসা, গঙ্গারামপুর থানা পুলিশের এসআই পল্লব কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নিহতের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক সীমারেখা ৩১৪/৭ সাব পিলারে অনুষ্টিত বিজিবি-বিএসএফ দ্বিতীয় দফার পতাকা বৈঠকের পর বিকেল ৪ টার দিকে স্কুলছাত্র মিনার বাবুর মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানায় বিএসএফ।

- বিজ্ঞাপন -

মরদেহ ফেরত দেওয়ার সংবাদে বিকেল থেকেই কবর খননমহ দাফনের প্রস্তুতি নেয় নিহতের পরিবার। বিকেলে মিনারের মরদেহ ফেরত দিলে মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয় ।

মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, সোমবার বিকেলে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে নিহতের মরদেহ আমাদের কাছে (পুলিশ) হস্তান্তর করা হয়েছে। যেহেতু ওই দেশে ময়না তদন্ত হয়েছে, তাই এদেশে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে জেলার সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনার বাবু (১৬) নিহত হয়। সে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!