ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এই নৌডুবির ঘটনা ঘটে।
দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, নৌযানটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার মারাজো দ্বীপ থেকে ছেড়েছিল এবং রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল।
রাজ্যের জননিরাপত্তা এবং সামাজিক প্রতিরক্ষা সচিব জানান, এ ঘটনায় ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলমান।
এর আগে রাজ্যটির ফায়ার সার্ভিস ও নৌবাহিনী জানিয়েছিল, এ ঘটনায় ১৪ জনের মরদেহ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, নৌযানটির অনুমোদন ছিল না। এটি অবৈধভাবে বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। সিভিল পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।