ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থহীন: প্রধানমন্ত্রী

সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে অর্থহীন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই যুদ্ধ থেকে শুধু অস্ত্র উৎপাদনকারীরাই লাভবান হচ্ছে। তার মতে, ‘‘এই যুদ্ধ অর্থহীন। কারণ আমরা দেখছি শুধু অস্ত্র উৎপাদনকারীরা মুনাফা করছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন।’’

বৃহস্পতিবার (২৮ জুলাই) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশের বিভিন্ন উপজেলায় ২৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

শেখ হাসিনা বলেন, এই যুদ্ধে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, উন্নত দেশগুলোও গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এখন বিদ্যুৎ ও জ্বালানি তেল সাশ্রয় করতে শুরু করেছে, তারা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো যেসব দেশ উন্নত হওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যে যাত্রা শুরু করেছে তারা এই যুদ্ধের কারণে চরম বাধার সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক। তবে আমাদের অগ্রগতি বন্ধ করা উচিত নয়।’’

শেখ হাসিনা বলেন, বিশ্ব যখন করোনভাইরাস মহামারি ও ফলস্বরূপ অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল তখন এই যুদ্ধ শুরু হয়।

তিনি বলেন, জ্বালানি তেল সাশ্রয়ে সব দেশই নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং আমরাও তা অনুসরণ করছি।

- বিজ্ঞাপন -

বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ জনসংখ্যা থাকায় শেখ হাসিনা দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘‘আমরা এটা নিয়ে কাজ করছি। উন্নয়নের গতি অব্যাহত রাখার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই।’’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

Log In

Forgot password?

Don't have an account? Register

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!