অচিন্ত্যকুমার সেনগুপ্ত

সাময়িকী আর্কাইভ
সাময়িকী আর্কাইভ
3 মিনিটে পড়ুন

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (ইংরেজি: Achintya Kumar Sengupta, ১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ – ২৯শে জানুয়ারি, ১৯৭৬) বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

জন্মঅচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯ সেপ্টেম্বর ১৯০৩
নোয়াখালী, বাংলাদেশ
মৃত্যু২৯ জানুয়ারি ১৯৭৬ (বয়স ৭২)
কলকাতা, ভারত
ছদ্মনামনীহারিকা দেবী
পেশাকবি, ঔপন্যাসিক ও সম্পাদক
ভাষাবাংলা
শিক্ষাইংরেজি সাহিত্য
শিক্ষা প্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
সময়কালকল্লোল যুগ
ধরনরোমান্টিক, গণচেতনা
উল্লেখযোগ্য রচনাবলিবেদেকাকজোৎস্নাঅমাবস্যাপূর্ব-পশ্চিমউত্তরায়ণ
সক্রিয় বছর১৯২১ – ১৯৭৪
আত্মীয়জিতেন্দ্রকুমার সেনগুপ্ত (ভাই)

প্রাথমিক জীবন

পিতার কর্মস্থল নোয়াখালী শহরে তার জন্ম হয়। তবে তার পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায়। তার বাবা রাজকুমার সেনগুপ্ত নোয়াখালী আদালতের আইনজীবী ছিলেন। অচিন্ত্যকুমারের শৈশব, বাল্যজীবন, ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সম্পন্ন হয়।

১৯১৬ সালে বাবার মৃত্যুর পর তিনি কলকাতায় অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের নিকট চলে যান এবং সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০), সাউথ সাবার্বান কলেজ (বর্তমান আশুতোষ কলেজ) থেকে আই. এ. (১৯২২), এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি. এ. (১৯২৪) পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ (১৯২৬) ও পরবর্তীকালে বি. এল ডিগ্রী (১৯২৯) লাভ করেন।

কর্মজীবন

অচিন্ত্যকুমার ১৯২৫ সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন। তিনি বিচিত্রায়ও কিছুদিন কাজ করেন। ১৯৩১ সালে তিনি অস্থায়ী মুন্সেফ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ক্রমে সাব-জজ, জেলা জজ ও ল’ কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হয়ে ১৯৬০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

- বিজ্ঞাপন -
1606494359 5fc128976f4a0 image অচিন্ত্যকুমার সেনগুপ্ত
অচিন্ত্যকুমার সেনগুপ্ত

সাহিত্যকর্ম

১৯২১ সালে প্রবাসী পত্রিকায় নীহারিকা দেবী ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান। তিনি উপন্যাসের আঙ্গিকে আবেগপূর্ণ ভাষায় ধর্মগুরুদের জীবনীও (যেমন- পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ, চার খণ্ডে (১৯৫২-১৯৫৭)) লিখেছেন। তার প্রথম উপন্যাস বেদে (১৯২৮); এটি আঙ্গিক, রচনাভঙ্গি ও বিষয়বিন্যাসে আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস। তার লেখায় আধুনিকতা অতি প্রবলভাবে ফুটে উঠেছে। ” বেদে” উপন্যাসের জন্য তিনি রবীন্দ্রনাথের অভিনন্দনপত্র পান। কাকজ্যোৎস্না ” প্রথম কদমফুল তার অন্য দুইটি বিখ্যাত উপন্যাস।

ছোটগল্পশিল্পী হিসেবেও তিনি খ্যাত। বিচারবিভাগে চাকরির বদৌলতে তিনি বাংলাদেশের নানা স্থানে ঘুরে বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে আসেন; এইসব অন্তরঙ্গ পরিচিতজনদের জীবনের নানা কাহিনী অচিন্ত্যকুমার তার ছোটো গল্পগুলিতে নিপুণভাবে এঁকেছেন। টুটাফাটা (১৯২৮) তার প্রথম ছোটো গল্পের বই। তার স্মৃতিচারণমূলক গ্রন্থ কল্লোল যুগ (১৯৫০) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়।

অচিন্ত্যকুমারের গ্রন্থসংখ্যা সত্তরের মত। এদের মধ্যে উল্লেখযোগ্যগুলির একটি তালিকা নিচে দেওয়া হল।

উপন্যাস

  • বেদে (১৯২৮)
  • কাকজোৎস্না (১৯৩১)
  • বিবাহের চেয়ে বড় (১৯৩১)
  • প্রাচীর ও প্রান্তর (১৯৩২)
  • প্রথম কদমফুল (১৯৬১)

জীবনীগ্রন্থ

  • পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ (চার খন্ড ১৯৫২-১৯৫৭)
  • বীরেশ্বর বিবেকানন্দ (তিন খণ্ড, ১৯৫৮-৬৯)
  • উদ্যত খড়্গ ( অখণ্ড সংস্করণ, মিত্র ও ঘোষ, কলকাতা)
  • পরমাপ্রকৃতি শ্রী শ্রী সারদামণি
  • অখণ্ড অমিয় শ্রী গৌরাঙ্গ

স্মৃতিচারণমূলক গ্রন্থ

  • কল্লোলযুগ (১৯৫০)
  • জৈষ্ঠের ঝড়

গল্পগ্রন্থ

  • টুটা-ফুটা (১৯২৮)
  • অকাল বসন্ত (১৯৩২)
  • অধিবাস (১৯৩২)
  • যতনবিবি (১৯৪৪)
  • কাঠ খড় কেরোসিন (১৯৪৫)
  • চাষাভুষা (১৯৪৭)
  • সারেঙ (১৯৪৭)
  • হাড়ি মুচি ডোম (১৯৪৮)
  • একরাত্রি (১৯৬১)

কাব্যগ্রন্থ

  • অমাবস্যা (১৯৩০)
  • আমরা (১৯৩৩)
  • প্রিয়া ও পৃথিবী (১৯৩৬)
  • নীল আকাশ (১৯৪৯)
  • আজন্মসুরভী (১৯৫১-৫২)
  • পূর্ব-পশ্চিম (১৯৬৯)
  • উত্তরায়ণ (১৯৭৪)

নাটক

  • একাঙ্ক নাট্য-সংকলন (১৯৪৫)

পুরস্কার

সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে জগৎ্তারিণী পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও শরৎচন্দ্রস্মৃতি পুরস্কার লাভ করেন।

মৃত্যু

১৯৭৬ সালের ২৯ জানুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!