১৮ বাংলাদেশি জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে গেল মিয়ানমার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছ থেকে ৪ নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন-মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ(১৯), মোহাম্মদ রফিক(২০), মোহাম্মদ সাব্বির(২৫), মোহাম্মদ হেলাল(২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মো জামাল (২১)।

ধরে নেওয়া জেলেরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“মঙ্গলবার বিকেলের দিকে তাদের ধরে নিয়ে গেছে বিজিপি। ধরে নেওয়া জেলেরা সকলেই আমার এলাকার বাসিন্দা। বুধবার রাত পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।”

ইউপি সদস্য আবদুস ছালাম বলেন, “মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ জসিম, নুর কামাল, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন চারটি নৌকায় ১৮জন সাগরে মাছ শিকারে যায়। শিকার শেষে বিকেলের দিকে ফেরার পথে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর গামী একটি কাঠভতি ট্রলার নাইক্ষ্যংদিয়া নামক এলাকার ডুবে যেতে দেখে। ডুবে যাওয়া কাঠভতি ট্রলারটির উদ্ধার কাজে অংশও নেয় তারা। পরে ফিরে আসার সময় মিয়ানমার বিজিপির সদস্যরা স্পিডবোটে করে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।”

বিষয়টি উপজেলা প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমালে বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সাড়া দেয়নি।”

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, “চারটি নৌকাসহ ১৮জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এ পর্যন্ত বিষয়টি অবহিত করেনি।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!