নির্যাতন থেকে বাঁচতে তিন গৃহকর্মী বহুতল ভবন বেয়ে পালাচ্ছিল

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

গৃহকর্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পালানোর উদ্দেশ্যে তিন গৃহকর্মী রাজধানীর একটি বহুতল ভবন বেয়ে নিচে নামতে চেয়েছিল। এদের মধ্যে দুজনকে দেখেই পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ এসে ওই দুই গৃহকর্মীদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ধানমন্ডি ১২/এ নম্বর সড়কের একটি বাড়ির বাইরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

বহুতল ভবন বেয়ে বেরিয়ে আসা তিনজন হলেন- রুমা, ঝুমুর ও নূরী। তারা ওই বাড়িটিতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

তাদের অভিযোগ, গৃহকর্ত্রী শাইলা হক তাদের মারধর ও অত্যাচার করতেন। এ কারণে সন্ধ্যায় বাসায় কেউ না থাকায় তারা তিন জন একসঙ্গে বারান্দা দিয়ে বেরিয়ে কার্নিশ বেয়ে নিচে লাফিয়ে পালাতে চেয়েছিল।

পরবর্তীতে পথচারীদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ এসে দুই গৃহকর্মীকে পেয়ে তাদের নামিয়ে এনে ধানমন্ডি থানায় নিয়ে যায়। বাকি একজনকে পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, “আমরা জানতে পেরেছি, তিন গৃহকর্মী একসঙ্গে পালাতে ভবন বেয়ে নামছিল। পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। আমাদের ওই এলাকার টহল টিম সেখানে গিয়ে দুজনকে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি একজন গৃহকর্মী কোথায় তা জানা যায়নি। তাদের গৃহকর্ত্রীকে ডাকা হয়েছে। দুই পক্ষের কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করবো।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!