পানের জুম দখল, প্রাননাশের হুমকিসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবী সন্ত্রাসীদের

তিমির বণিক
তিমির বণিক
5 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহিত

ছোটলেখা চা-বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বসে আছেন মলিন মুখে, তাকানো যায়না মানুষ গুলোর দিকে, যেন অসহায় বিচারহীনতায় সংশয় নিয়ে কিছু সংখ্যেক খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ। নিজেদের ভাষায় তারা একে অপরের সাথে কথা বলছেন।সামনে যেতেই কথা বলতেই বুঝা গেল একটা উদ্বেগ-উৎকন্ঠা,সংকোচ কাজ করছে তাদের মাঝে।

সেন্দাই পঃপ্লেত নামের এক খাসি ব্যাক্তি নিজে থেকেই বলে উঠলেন, খুব দুশ্চিন্তায় আছি। আজকে ৫ দিন হইল সন্ত্রাসীরা আমার জুম দখল করছে। চাঁদা দাবি করছে। আমরা গরীব মানুষ পান চাষ করি খাই। অত টাকা কই পাইতাম। জুমেও যাইতে পারি না। ভয়ে ভয়ে থাকি। এরা অস্ত্র নিয়া ধাওয়া দেয়। পান না থাকায় বাজারঘাট সব বন্ধ। ঘরে তো খরচ নাই কিছুই। খুব কষ্টে আছি। তে এখন প্রশাসন যদি আমার জুম তাড়াতাড়ি উদ্ধার করত আমরা চিন্তামুক্ত থাকতাম। পুলিশের বড় স্যার আইছন দেখি তাইন কিতা করে।

লস পানের জুম দখল, প্রাননাশের হুমকিসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবী সন্ত্রাসীদের
পানের জুম দখল, প্রাননাশের হুমকিসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবী সন্ত্রাসীদের 40

সেন্দাই পঃপ্লেতের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জিতে। গত শুক্রবার (২৮ মে) সকালের দিকে বনাখলাপুঞ্জির কয়েকটি জুম দখলের ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত ৫ দিন পার হলেও দখলদার সন্ত্রাসীদের ভয়ে পুঞ্জির লোকজন তাদের নিজ জুমে যেতে পারেননি।

গত মঙ্গলবার (১ জুন) বিকেলে পুঞ্জির ৩৬টি খাসিয়া পরিবারের লোকজন জড়ো হয় ছোটলেখা চা-বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে। এখানে তাদের সাথে কথা বলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। তিনি দ্রুত তাদের জুম উদ্ধার ও দোষীদের আইনের আওতায় নেওয়ার আশ্বাস দেন।

1 2 পানের জুম দখল, প্রাননাশের হুমকিসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবী সন্ত্রাসীদের
পানের জুম দখল, প্রাননাশের হুমকিসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবী সন্ত্রাসীদের 41

এসময় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা (নীরা), বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, স্থানীয় দক্ষিণ শাহবাজপুর ইউপি পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে (ছোটলেখা চা-বাগান ব্যবস্থাপকের বাংলো) মালকিন সুমের,আমসসহ আরো অনেকের সাথেই কথা হয়েছে। তাদের জুম দখল, পানগাছ কেটে নেওয়া ও ঘর তৈরির ঘটনায় তারা বিধ্বস্ত, ক্ষুব্ধ এবং ভীত। তারা দ্রুত জুম উদ্ধার ও দখলদারদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

পুঞ্জির বাসিন্দা ও চা-বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছোটলেখা চা-বাগান কর্তৃপক্ষ চা চাষের জন্য ১ হাজার ৯৬৪ দশমিক ৫০ একর টিলাভূমি সরকারের কাছ থেকে ইজারা নেয়। পরে তারা ২৭২ একর জমি খাসিয়াদের কাছে উপ-ইজারা দেয়। ২০০৭ সালে খাসিয়ারা ওই জমিতে বনাখলাপুঞ্জি নামে বসতি স্থাপন করে। এরপর সেখানে পান চাষ শুরু করে। পুঞ্জিতে বর্তমানে প্রায় ৩৬টি খাসিয়া পরিবারের দেড় শতাধিক সদস্যর বসবাস। প্রতিটি পরিবারের আলাদা আলাদা পানের জুম আছে। গত (২৮ মে) বোবারথল এলাকার আব্দুল বাছিত, পিচ্চি আমির, লেছই মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুঞ্জিতে ঢুকে তিনটি পানের জুমের দখল করে নেন। এ সময় তারা সেখানে একটি অস্থায়ী ঘরও নির্মাণ করে। তখন জুমে থাকা খাসিয়াদের তারা তাড়িয়ে দিয়ে বলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ১০ লাখ চাঁদা না দিলে তারা জুমে প্রবেশ করতে পারবে না।

এই ঘটনায় পুঞ্জির নারী মন্ত্রী(পুঞ্জি প্রধান) নরা ধার ও ছোটলেখা বাগানের প্রধান টিলা করণিক মো.দেওয়ান মাসুদ গত রোববার থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন।

বনাখলাপুঞ্জির পুঞ্জির মন্ত্রী নরা ধার মঙ্গলবার(১জুন) বিকেলে জানান,আমরা নিরীহ মানুষ। পান চাষ করি,পান চাষে আমাদের সংসার চালাই। পানের জুম দখল করে চাঁদা দাবি করেছে। আবার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। জুমে যাইতে বাঁধা দিচ্ছে। পুলিশের সার্কেল অফিসারসহ অনেক আইছেন। তারা বলেছেন ব্যবস্থা নেবে। আমরা খুব কষ্টে আছি। দ্রুত জুম উদ্ধার না হলে আমরা খাব কি, চিন্তায় আছি।

বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি এবং মানবাধিকার সংস্থা অভিযানের প্রোগ্রাম অফিসার তামলিমন বাড়ে বলেন, একটি পুঞ্জির জুম দখল আরেকটি পুঞ্জির হাজারো পান গাছ কাটা দুটোই কিন্তু সুপরিকল্পিত ঘটনা। নিন্দা জানানোর ভাষা জানা নেই। এরকম ঘটনা আগেও ঘটেছে। দুর্বৃত্তরা এরকম ঘটনা করে খাসিয়াদের ভয় দেখাচ্ছে। যাতে তারা এলাকা ছেড়ে চলে যায়। আমরা প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি। এছাড়া দ্রুত সময়ে দখল হওয়া পান জুম উদ্ধার করে খাসিয়াদের বুঝিয়ে দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বেঁচে থাকার জোর দাবি জানাচ্ছি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৭টায় বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) বড়লেখাসহ আমরা ঘটনাস্থলে যাই। আমরা বনাখলাপুঞ্জির খাসিয়াদের সাথে কথা বলেছি। এই ঘটনায় দুটি মামলা হয়। একটি চাঁদাবাজি আরেকটি গাছ চুরি ও জায়গা দখলের। দখলদারদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যান ২৪ ঘন্টা সময় নিয়েছেন। যদি তিনি সরাতে না পারেন তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবিসহ যৌথভাবে আইনি প্রক্রিয়ায় তাদের উচ্ছেদ করা হবে। খাসিয়াদের সর্বাত্নক আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

অপরদিকে ছোটলেখা চা-বাগানের আওতাধীন আগারপুঞ্জি নামের আরেকটি পুঞ্জির খাসিয়াদের হাজারো পানগাছ কেটে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জুমে পানগাছ কাটার এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সোমবার (৩১ মে) দুপুরে পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
অনুসরণ করুন:
সাময়িকী, মৌলভীবাজার প্রতিনিধি।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!