সিদ্ধার্থ সিংহের একগুচ্ছ অণুগল্প

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

ছানাবড়া

দু’ঘণ্টা কাটিয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে প্রেমিক জিজ্ঞেস করল, তোমার কেমন লাগল?
প্রেমিকা বলল, আমার কথা ছাড়ো। তোমার কেমন লাগল বলো?
প্রেমিক বলল, দারুণ দারুণ দারুণ… আমি খুব খুশি।
প্রেমিকা গদগদ হয়ে বলল, এটাই আমার রেকর্ড। এখন পর্যন্ত কেউ কোনও কমপ্লেন করেনি।

শুনেই প্রেমিক মূর্ছা যায় আর কি!

সব চেয়ে ছোট কে

কথা বলতে বলতে আয়ুষ হঠাৎ রেশমীকে জিজ্ঞেস করল, তোরা তিন ভাই বোন, না? তোদের ঘরে সব চেয়ে ছোট কে?
রেশমী বলল, আমার বাবা।
অবাক হয়ে আয়ুষ বলল, বাবা! মানে?
— হ্যাঁ, বাবা এখনও মায়ের সঙ্গে শোয়।

বউয়ের জল ভীতি

অফিসে চা খেতে খেতে আবির তার এক কলিগকে বলল, জানিস, আমার বউ না জলকে ভীষণ ভয় পায়।
কলিগটি জানতে চাইল, কী করে বুঝলি?
আবির বলল, কাল বাড়ি ঢুকে দেখি আমার বউ বাথটবে শুয়ে আছে আমাদের আবাসনের সিকিউরিটি গার্ডকে নিয়ে।

তেল

ভীষণ স্মার্ট। ঝকঝকে চেহারা। তেমনি পোশাক-আশাক। মাথা ভর্তি ফুড়ফুড়ে চুল। তাকে দেখে মজা করে তার প্রেমিক বলল, যে মেয়েরা চুলে জ্যাবজেবে করে তেল দেয়, সেই সব মেয়েদের আমার খুব পছন্দ।
মেয়েটি বলল, আমি তো তাই-ই দিই।
প্রেমিকটি তার মাথার দিকে ভাল করে তাকিয়ে বলল, কোথায়?
মেয়েটি বলল, আমি কি মাথার চুলের কথা বলেছি?

জলের বোতল

দৌড়তে দৌড়তে এসে গলির মুখে জটলা করে আড্ডা মারতে থাকা পাড়ার ছেলেদের শ্রেয়া বলল, চার রাস্তার মোড়ে দু-তিনটে অসভ্য ছেলে আমার পেছনে লেগেছে।

বাকিরা কেউ কিছু বলতে যাওয়ার আগেই ওই জটলা থেকে একটা ছেলে খাবার জলের বোতল এগিয়ে গিয়ে বলল, মুখের মেকআপ ধুয়ে ফেল, কেউ আর তোর পিছনে লাগবে না।

বিশাল

পম্পা আর বিশালের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হল।
ফুলশয্যার পরের দিনই পম্পা তার স্বামীর কাছে গিয়ে বলল, বিশাল, অনেক হয়েছে। আর নয়‌। আমি ডিভোর্স চাই।
বিশাল অবাক হয়ে বলল, কিন্তু কেন?
পম্পা বলল, কারণ, তোমার নামটাই শুধু বিশাল।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!