কি চাও?

টিএম মিলজার হোসেন
1 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

অফিস শেষে আম, কাঁঠাল, লিচু হাতে
পকেট ভর্তি ঘুষের মুদ্রা নিয়ে ঘরে ফেরা।
তার থেকেও আগেভাগে ছুটে চলে রসনার ভুঁড়ি,
সমাজে যার আছে আধিপত্য, সাম্রাজ্য, অর্থবিত্ত
তার গলায় শোভিত হয় জারিজুরি।
স্থাবর অস্থাবর নিঃসঙ্গ মরুভূমির,
পাহারাদার হয়ে তার কেটে যায় বেলা।

আমি দীনহীন, কাব্যিক কোমল প্রেম আমার
অফিস শেষে ক্লান্ত আমি ঘরে ফিরি,
শরীর বেয়ে নামছে আমার ক্লান্তি নোনা জল,
অক্লান্ত মনে ছোটে আমার ক্লান্ত দুখানি পা
আছে আমার সাদামাটা শান্তি স্বস্তির নিবাস।
রাস্তায় ধারে বেলি বকুলের মালা ফেরি করে ছোট্ট শিশুর হাত
দুটো পয়সা হাতে গুজে তার ফুলমালা কিনি প্রিয়তমার জন্য।
মিষ্টি সুবাসে ভরে যাবে ঘর, জড়িয়ে ধরি তাকে ভালবাসার আলিঙ্গনে।

কত কী যে ভাবি, লিখে যাই পত্র কতশত
প্রেম কল্পনায় ঠাসা মোর নিঃসঙ্গ চিরকূটের বাক্স।
পাশে নেই তুমি, তবুও তোমাকে সাজাই ফুলের অলংকারে
আসবে কি তুমি মোর সত্য, শুভ্র আর সততার ঘরে!

বল হে মহামায়া, তুমি কার অপেক্ষায়?
ধন কুমিরের?
স্নিগ্ধ পুষ্প প্রেমিক কঙ্কালের?
তুমি কি প্রেম চাও নাকি ধন?
তুমি কি চাও হৃদয়ের সাথে হৃদয়ের বিনিময়!
সম্পদের নিঃসঙ্গ প্রহরীর সাথে তোমার মন বেচাকেনা?
তুমি যদি চুরির মুদ্রা ভালোবাসো,
তবে আমাকে ঘেন্না করে বহুদূরে চলে যেতে পারো।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!