বড়লেখায় খাসিয়াদের পানজুম দখলের অপচেষ্টা ও চাঁদা দাবী

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
3 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বনাখালা খাসিয়া পানপুঞ্জির (ছোটলেখা) পান গাছ কেটে ফেলে পর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র শুক্রবার সকালে অস্ত্র-সস্ত্র নিয়ে পানজুম দখলের অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে তারা পানজুম দখলের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) নরা ধার শনিবার রাতে সীমান্তবর্তী বোবারথল এলাকার ১৬ ব্যক্তির নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, বনাখালা পানপুঞ্জির আদিবাসী খাসিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। প্রায়ই সীমান্তবর্তী বোবারথল এলাকার আতিক মিয়া, লেছই মিয়া, আব্দুল বাছিত, পিচ্চি আমির, মুজিবুর রহমান, কালা মিয়া প্রমুখ জুমের পান চুরি করে নিয়ে যায়। ফলে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। গত শুক্রবার সকালে তাদের নেতৃত্বে ৪০-৫০ ব্যক্তি অস্ত্র-সস্ত্র নিয়ে পানজুমে প্রবেশ করে জুম দখলের অপচেষ্টা চালায়। তখন পানপুঞ্জির মন্ত্রীসহ আদিবাসীরা বাধা দিলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ১০ লাখ চাঁদা না দিলে তারা জুম দখল করার হুমকি দেয়। এতে পুঞ্জির মন্ত্রীসহ আদিবাসী খাসিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

1 2 বড়লেখায় খাসিয়াদের পানজুম দখলের অপচেষ্টা ও চাঁদা দাবী
ছবি: সংগৃহিত

এছাড়াও, বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পুঞ্জির আদিবাসী খাসিয়াদের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। আগার পুঞ্জির ৪৮টি আদিবাসী খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভুমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় চলে তাদের খাবার-দাবার, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে, ধর্মীয় আচার-অনুষ্টানসহ সকল সামাজিক কর্মকান্ড। রোববার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহস্রাধিক মৎপাদনশীল পান গাছ কেটে মাটিতে বিছিয়ে দিয়েছে। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

g 2 বড়লেখায় খাসিয়াদের পানজুম দখলের অপচেষ্টা ও চাঁদা দাবী
ছবি: সংগৃহিত

আগার পুঞ্জির মন্ত্রী (পল্লী প্রধান) সুখমন আমসে জানান, প্রতিদিন পান বিক্রি করে ৪৮ খাসিয়া পরিবারের জীবিকা চলে। সোমবার সকালে জুমে কাজ করতে গিয়ে দেখেন কে বা কাহারা সহস্রাধিক পান গাছের গুড়া কেটে ফেলেছে। প্রতিটি গাছ থেকে পান সংগ্রহ করা হতো। তার ধারণা জুম দখল করার জন্যই দুর্বৃত্তরা নির্মমভাবে তাদের পান গাছগুলো কেটেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পান গাছ কেটে ফেলায় তাদের পথে বসার উপক্রম হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে তিনি থানায় জিডি করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ছোটলেখা চা বাগানের অভ্যন্তরের বনাখালা খাসিয়া পানপুঞ্জির মন্ত্রী নরা ধার ১৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। সরেজমিনে তদন্ত করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!