শাহজাদপুরে রোজিনা আক্তারকে গ্রেপ্তার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি
শাহজাদপুর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন করেছেন শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা। শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে নাটকীয় মামলা দিয়ে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আবুল কাশেম(দৈনিক নয়া দিগন্ত), হাসানুজ্জামান তুহিন(দৈনিক প্রতিদিনের সংবাদ), ওমর ফারুক(এশিয়ান টিভি),আল আমিন হোসেন(দৈনিক দিনকাল),এমএ জাফর লিটন(দৈনিক যায়যায়দিন)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ হুমাইয়ুন পারভেজ সাব্বির(দৈনিক জনকন্ঠ),কোরবান আলী লাবলু(দৈনিক সমকাল), মুস্তাক আহমেদ(সাপ্তাহিক প্রান্তিক সংবাদ),জহুরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ),মামুন রানা(দৈনিক বাংলাদেশ সময়),মো: মুমীদুজ্জামান জাহান(দৈনিক দেশ রূপান্তর),মনিরুল গণি চৌধুরি শুভ্র(অভিযাত্রা),মাসুদ মোর্শারফ(দৈনিক আজকালের খবর),জাকারিয়া মাহমুদ(মাই টিভি),নয়ন আলী(দৈনিক সময়ের আলো),ফারুক হাসান কাহার(ডেইলি বাংলাদেশ),আমিনুল ইসলাম(দৈনিক খোলা কাগজ),আবুল হাসনাত টিটো(দৈনিক এশিয়ার বাণী),জেলহক হোসেন(দৈনিক ভোরের ডাক),আরিফ হোসেন(দৈনিক ডেলটা টাইমস),নূপুর কুমার রায়(জাগরণী টিভি),মির্জা হুমাইয়ুন(দৈনিক তৃতীয় মাত্রা), বাবুল হোসেন ( আনন্দ টিভি), সাংবাদিক সোনা মিয়া, এইচএম আলাউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!