সাময়িকীর ভিডিও নির্মাণ প্রকল্পে নিয়োজিত টিমের জন্য নিম্নোক্ত লেখাটি লিপিবদ্ধ করা হলো। আশা করছি এটি অনুসরণ করলে প্রকল্প বাস্তবায়ন এবং গুণগত মানোন্নয়ন কিছুটা সহজ হবে।
বিষয়বস্ত নির্বাচন, এবং স্ক্রিপ্ট
১. ভিডিওর বিষয়বস্তু হতে হবে গবেষণা ও তথ্য নির্ভর, এবং সার্বজনীন। সার্চ ইঞ্জিন গুলোতে যে সকল বিষয় বেশি অনুসন্ধান করা হয় সেই সকল বিষয়ের মধ্যে যে সকল বিষয় আমাদের পাঠক, দর্শকেদের আগ্রহের বিষয় হতে পারে এমন বিষয় নির্বাচন করা যেতে পারে। ভিডিওর বিষয় শুধু বাংলাদেশ বা ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বিষয় হবে সার্বজনীন। বিষয় নির্বাচনের সময় ভাবুন আপনি কোন নির্দিষ্ট দেশের বাসিন্দা নন, আপনি পৃথিবীর বাসিন্দা। অর্থাৎ, পৃথিবীর আলোচিত, পরিচিত, জনপ্রিয়, বিখ্যাত সব বিষয়ই হতে পারে সাময়িকীর পাঠকদের আগ্রহের উপকরণ।
২. ভিডিও দর্শক আকর্ষক যেকোন বিষয়ে হতে পারবে। অর্থাৎ, সবচেয়ে বেশি আলোচিত, বিখ্যাত, এবং অধিকাংশ মানুষের আগ্রহের বিষয়ে ভিডিও নির্মাণ হবে মূল উদ্দেশ্য। মোটকথা, ভিডিও হতে হবে দর্শকদের আকর্ষক বিষয়বস্তু। যেন, দর্শক একের পর এক ভিডিও দেখতে আগ্রহ বোধ করেন।
৩. ভিডিও গুলো হতে হবে তথ্য ভিত্তিক সাংবাদিকতার নিদর্শন। গুজব বা বিভ্রান্তিকর তথ্যকে ভিত্তি ভিডিও নির্মাণ এবং প্রচার সাময়িকীর প্রেস নৈতিকতা নীতির পরিপন্থী। আমরা পাঠক, দর্শক বা শ্রোতাকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকবো।
সাময়িকীর মানদন্ড এবং নীতিমালা সম্পর্কে জানুন:
ক. প্রেস নৈতিকতা নীতি, লিংক: https://www.samoyiki.com/press-noitikota-niti/
খ. নরওয়েজিয়ান প্রেসের নৈতিকতার কোড, লিংক: https://www.samoyiki.com/norwegian-press-code/
গ. সম্পাদক-নিয়ন্ত্রিত সাংবাদিক মিডিয়ার সম্পাদকীয় স্বাধীনতা এবং দায় সম্পর্কিত আইন (মিডিয়া দায় আইন), লিংক: https://www.samoyiki.com/media-day-ayin/
ঘ. সাময়িকী সম্পাদনার গাইডলাইন, লিংক: https://www.samoyiki.com/editors-guidelines/
ঙ. ফ্যাক্ট-চেকিং নীতি, লিংক: https://www.samoyiki.com/factcheck/
৪. বিষয় নির্বাচিত হলে সেটি নিয়ে বিস্তর গবেষণা করুন, তথ্য উপাত্ত যোগার করে স্ক্রিপ্ট লিখুন। স্ক্রিপ্ট লেখার সময় লক্ষ্য রাখবেন যেন তা দিয়ে ৮ মিনিটের অধিক দৈর্ঘ্যের ভিডিও নির্মাণ সম্ভব হয়।
উপস্থাপনা
১. ভিডিওর ধারাভাষ্যে বক্তব্য পরিষ্কার, এবং সুস্পষ্ট হতে হবে। সর্বস্তরের দর্শক-শ্রোতার বোধগম্যতার স্বার্থে উচ্চারণে আঞ্চলিকতা পরিহার করে প্রমিত বাংলায় উপস্থাপন করতে হবে।
২. ভিডিওতে উপস্থিত কোন বিষয়ে বর্ণনা বা উপস্থাপন করার ক্ষেত্রে, বা কোনো বিষয়ে তথ্য বর্ণনা করার ক্ষেত্রে আমার, আমাদের, তোমার, তোমাদের, আপনার, আপনাদের প্রভৃতি শব্দ সমূহ পরিহার করতে হবে। এর উপস্থাপন সম্পূর্ণ সার্বজনীন এবং নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ উপস্থাপন হবে, তৃতীয় দৃষ্টিকোণ থেকে।
যেমন: ক. “আমাদের দেশ ভারত একটি নদীমাতৃক দেশ।” এটি না বলে আমরা বলবো, “ভারত একটি নদীমাতৃক দেশ।”
খ. “আমাদের বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।” এটি না বলে আমরা বলবো, “বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।”
গ. “আমাদের নরওয়ে একটি নিশীথ সূর্যের দেশ; আমরা নরওয়েকে নিয়ে গর্ব করি।” এটি না বলে আমরা বলবো, “নরওয়ে একটি নিশীথ সূর্যের দেশ, নরওয়ের জনগণ তাদের দেশকে নিয়ে গর্ব করে।”
উল্লেখ্য: পৃথিবীর কোন দেশকেই “আমাদের” হিসেবে উপস্থাপন করবো না। উপস্থাপনে আপনার ভূমিকা হওয়া উচিত ফুটবল বা ক্রিকেট খেলার ধারাভাষ্যকারের মত। অর্থাৎ, উপস্থাপনায় পক্ষপাত করা যাবে না, নিরপেক্ষভাবে বিষয়কে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। সাময়িকী ভিডিও রচনার বিষয়বস্তু দেশকাল ভেদে সকল বাংলাভাষীর জন্য নিবেদন। যদিও সাময়িকী নরওয়েতে নিবন্ধিত একটি প্রকাশনা, তবে সাময়িকী কোন নির্দিষ্ট দেশকে প্রতিনিধিত্ব করবে না, বরং সমগ্র বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতিনিধিত্ব করবে।
৩. উপস্থাপন হতে হবে সুস্পষ্ট। দাড়ি (।), কমা (,) ব্যবহার মাথায় রেখে উচ্চারণ করতে হবে। যেমন: “এখানে ধূমপান করিবেন না করিলে ৫০ টাকা জরিমানা” এমন বাক্যে যথা স্থানে (,) কমা ব্যবহার না করলে পাঠক, শ্রোতা বা দর্শক বিভ্রান্ত হতে পারেন, তাই উচ্চারণে দাড়ি (।), কমা (,) যথা স্থানে প্রয়োগ করতে হবে।
প্রয়োজনে, স্ক্রিপ্ট একাধিকবার পড়ে, ভালোভাবে আয়ত্ত করে তারপর ভয়েস রেকর্ড করা উচিত। অন্যথায়, স্ক্রিপ্ট যথার্থ ভালো হওয়া স্বত্বেও সেটির যথাযথ উপস্থাপন সম্ভব হবে না।
নিম্নোক্ত ভিডিও দুটি ভয়েস ওভার বিষয়ে। কিছু জ্ঞান এখন থেকে নেয়া যেতেই পারে।
উন্মুক্ত ভিডিও এবং মিউজিক
১. যথা সম্ভব বিভিন্ন উন্মুক্ত উৎস, ক্রিয়েটিভ কমনস, রয়্যালিটি ফ্রি বা ওপেন সোর্স থেকে ভিডিও সংগ্রহ করতে হবে। যথাযথ ভিডিও পাওয়া না গেলে স্টিল ইমেজ স্লাইড বা এনিমেট করে ব্যবহার করা যেতে পারে।
২. ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করা যেতে পারে।
৩. কোন ভাবেই কপিরাইট যুক্ত ভিডিও বা মিউজিক ব্যবহার করা যাবে না।
ভিডিও ফরম্যাট
১. ভিডিও হতে হবে হাই ডেফিনেশন, ১৬:৯ ফরম্যাটে। কমপক্ষে ৮ মিনিট দৈর্ঘ্যের হতে হবে।
২. ভিডিওর উপরে ডান কোণে সাময়িকীর লোগো থাকতে হবে।
৩. ভিডিওতে সাময়িকীর লোগো সম্ভিবলিত ইনট্রো এবং আউট্রো থাকতে হবে। ভিডিওর আউট্রোতে সাময়িকীর লোগো এবং ওয়েব ঠিকানা থাকবে।
৪. ভিডিওর শুরু হবে চুম্বক অংশ দিয়ে। এরপর ইনট্রো। বিস্তারিত ভিডিও। ক্রেডিট। আউট্রো।
৫. ক্রেডিটে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম থাকবে। এটি হবে ৩ সেকেন্ডের।
খেয়াল রাখুন
১. ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার সময় খেয়াল রাখুন, কোন ভাবেই ভয়েস ওভারের কন্ঠ যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে ঢাকা পরে না যায়।
২. ভিডিও সম্পাদনার সময় হেডফোন ব্যবহার করতে পারেন। প্রয়োজনে একাধিকবার প্রিভিউ প্লে করুন, দেখুন এবং শুনুন সব ঠিক আছে কী না।
৩. অডিও রেকর্ডের সময় কোন রকম নয়েস বা অপ্রত্যাশিত শব্দ রেকর্ড হয়েছে কী না তা খেয়াল রাখুন। অপ্রত্যাশিত শব্দ রেকর্ড হয়ে থাকলে নয়েস রিমুভ করুন।
৪. যেখানে স্ক্রিপ্টে বা ধারাবর্ণনায় রবীন্দ্রনাথের কথা থাকবে সেখানে স্কিনে দর্শক রবীন্দ্রনাথকেই দেখতে চাইবে, রবীন্দ্রনাথের স্থলে ডারউইনকে দেখালে দর্শক বিভ্রান্ত হবে। তাই ভিডিও নির্মানে স্ক্রিপ্ট অনুসরণ করা উচিত।
গ্রাফিক্স এবং লোগো
সাময়িকীর লোগো
ডাউনলোড করুন সাদা লোগো: পিএনজি ইমেজ
ডাউনলোড করুন কালো লোগো: পিএনজি ইমেজ
- ডাউনলোড করুন সাময়িকী লোগো+সাদা আউটলাইন: পিএনজি ইমেজ
ইন্ট্রো এবং আউট্রো
- ডাউনলোড করুন ইন্ট্রো: ভিডিও লিংক
- ডাউনলোড করুন আউট্রো: ভিডিও লিংক
আরিফুর রহমান, সর্বশেষ হালনাগাদ ১লা মে, ২০২৩