করোনা: বাংলাদেশে মৃত্যু আবার পঞ্চাশ পার, শনাক্ত ১৮৭১

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। প্রতীকী ছবি

দুই দিন পর দেশে করোনাভাইরাসে মৃত্যু আবারও পঞ্চাশ পেরুল। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর (শুক্রবার) মৃত্যু পঞ্চাশের নিচে নামে। সেদিন ৩৮ জনের মৃত্যু হয়, যা ছিল তিন মাসের (৯৩ দিন) মধ্যে সর্বনিম্ন। এরপর শনিবার ৪৮ জনের মৃত্যু তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত এক দিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭১ জনের দেহে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ৮৭১ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৭.৪৬ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ২৯ জন এবং পুরুষ ২২ জন। বিভাগওয়ারী ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভগে ১৪ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কেউ মারা যাননি।

এদিকে গত এক দিনে আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!