যে অন্তর্ধান রহস্য আমেরিকার এফবিআইও সমাধান করতে পারেনি

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
3 মিনিটে পড়ুন

২৪ নভেম্বর ১৯৭১। আমেরিকার পোর্টল্যান্ড থেকে সিয়াটলের উদ্দেশে আকাশে ওড়ে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩০৫। বিজনেস এক্সিকিউটিভ পরিচয় দিয়ে সেই বিমানে ওঠেন ড্যান কুপার নামের এক ভদ্রলোক।

প্লেন ছাড়ার কিছুক্ষণ পরেই প্লেনের শেষের সারিতে বসে তিনি একটি সিগারেট ধরান এবং একটি বর্বোন এবং সোডা অর্ডার করেন। বিমান সেবিকা ফ্লোরেন্স শেফনার সেগুলো দিতে আসা মাত্রই তিনি তাঁর হাতে একটা চিরকুট ধরিয়ে দেন। তাতে লেখা— ‘আমার ব্রিফকেসে একটি বোমা আছে। আমার কথা না শুনলেই বিস্ফোরণ ঘটাব। টু শব্দটি না করে তুমি চুপচাপ আমার পাশে এসে বসো।’

তাঁর পাশে বসা মাত্রই তিনি তাঁর ব্রিফকেস খুলে সেই বিমান সেবিকাকে একটি ব্যাটারি, কিছু লাল-নীল-হলুদ কাঠি এবং বেশ খানিকটা ইলেকট্রিক তার দেখান। আর সেটা দেখা মাত্রই বিমান সেবিকা বুঝতে পারেন তাঁদের বিমানটি হাইজ্যাক হয়েছে। বিমানের ৩৬ জন যাত্রীর জীবন এবং এই বিমানটিকে বাঁচাতে চাইলে একমাত্র উপায় এঁর দাবি মেনে নেওয়া।

কুপার বলেন, আমার দুই লক্ষ ডলার (১,৪৯,৭০,০০০,০০ ভারতীয় টাকা) আর তার সঙ্গে চারটে প্যারাশুট চাই। আর আমি যেখানে নামব, সেখানে একটি গাড়ি রেডি রাখতে হবে। আর হ্যাঁ, সেই গাড়িতে যেন ট্যাঙ্ক ভর্তি তেল থাকে। আমি সেই গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর কেউ যেন সেই গাড়িটিকে ফলো না করে। সঙ্গে সঙ্গে সেই বিমান সেবিকার মাধ্যমে এই বার্তা পৌঁছে গেল ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন মারফত খবর পৌঁছল ওপর মহল-সর্বোচ্চ মহলে। এবং তাঁর দাবি মতো মুক্তিপণের সমস্ত ব্যবস্থা হল।

বিমানটি সিয়াটলে অবতরণের পর টাকা এবং প্যারাশুট নিয়ে তিনি সব যাত্রীকে মুক্তি দিয়ে দিলেন। তার পর বিমান চালককে বিস্ফোরণ ঘটানোর ভয় দেখিয়ে চার জন ক্রু-সহ বিমানটিকে মেক্সিকোর উদ্দেশে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য করলেন।

খানিকটা যাওয়ার পরে তিনি কিছুটা নিচু দিয়ে বিমান চালানোর নির্দেশ দেন চালককে। তার পর রাতের অন্ধকারে ঝোড়ো বাতাসের মধ্যে কয়েক হাজার ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে তিনি ঝাঁপ দেন।

ততক্ষণে হাইজ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে।‌ উৎকণ্ঠায় সবাই। জরুরি মিটিঙে বসেছেন রাষ্ট্রনেতারা। তাঁদের নির্দেশেই পাঁচটি আলাদা বিমান থেকে ফ্লাইট ৩০৫-এর গতিবিধির দিকে কড়া নজর রাখা হচ্ছিল, দূরে দূরে রাখা হয়েছিল সাঁজোয়া বাহিনী। কুপার মাটিতে পা রাখা মাত্রই যাতে এরেস্ট করা যায়।

সমস্ত ব্যবস্থা আঁটোসাঁটো ভাবে করা হলেও, সবার চোখকে ফাঁকি দিয়ে কুপার সেই যে ভেল্কিবাজের মতো উধাও হল, অনেক তল্লাশি করেও তাঁর আর কোনও হদিস পাওয়া গেল না।
সে সময় এক সাংবাদিকের ভুলবশত কারণে ড্যান কুপার নামটি হয়ে যায় ডি বি কুপার। তখন থেকে এ নামেই গোটা বিশ্ব তাঁকে চেনে।

এই ঘটনাটি এতটাই সাড়া ফেলে দিয়েছিল যে, ওই ঘটনার পরে পাঁচ দশক পেরিয়ে গেলেও ওই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র, লেখা হচ্ছে বই, মঞ্চস্থ হচ্ছে নাটক, একের পর এক বেরোচ্ছে কমিকস, এমনকী গানেও বারবার ফিরে আসছেন রহস্যময় ডি বি কুপার।

শুধু তাই-ই নয়, তাঁর ওই‌ দুঃসাহসিক পরিকল্পনা কাজে লাগিয়ে পরবর্তিকালে আরও অনেকেই বিমান হাইজ্যাক করার চেষ্টা করেছে।

ডি বি কুপারের এই ঘটনাটি আমেরিকার ইতিহাসে একমাত্র অমীমাংসিত আকাশ-রহস্য, যা এফবিআইও এখনও পর্যন্ত সমাধান করতে পারেনি। আর কোনও দিন পারবে বলেও মনে হয় না।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!