সাময়িকী সকলকে এই প্লাটফর্মটি পরিচালনায় সিদ্ধান্ত নেয়ার এবং নিজ নিজ ক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ দিতে পছন্দ করে। সাময়িকীকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা অতি জরুরী।
সাময়িকীতে নিবন্ধিত যে কোন সদস্য, প্রতি বছর নির্দিষ্ট মেয়াদে সাময়িকী পরিচালনা পরিষদের একটি নির্দিষ্ট পদে অবদান রাখার জন্য আবেদন করতে পারবেন।
শর্তসমূহ:
- ১. সাময়িকী পরিচালনা পরিষদের সকল সদস্য পদ সেচ্ছাসেবী মূলক এবং অবৈতনিক।
- ২. সাময়িকীর নিয়মিত বা অনিয়মিত লেখক বা পাঠক, যে কেউ পরিচালনা পরিষদে পদের জন্য আবেদন করতে পারবেন।
- ৩. আবেদন করা প্রাথীদের যোগ্যতার ভিত্তিতে এক বছরের জন্য নির্দিষ্ট পদে দায়িত্ব প্রদান করা হবে। এবং, যোগ্য প্রার্থী নির্বাচনে সাময়িকীর চলমান পরিচালনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ৪. যে কোন সক্রিয় সম্পাদক, নির্দিষ্ট মেয়াদ শেষেও পরবর্তী বছরের জন্য আপন পদে পুনঃবহাল থাকার সুযোগ পাবেন।
- ৫. সাময়িকী তাঁর পরিচালনা পরিষদের সকল সদস্যদের ব্যক্তিগত জীবন, সময়, এবং ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এবং কোন রূপ বল বা ক্ষমতা প্রয়োগ করে কাউকে কোন কাজ করতে বাধ্য করতে পারবে না।
- ৬. সাময়িকীর যে কোন সম্পাদক পদে বহাল থাকা সদস্য যদি সাময়িকীতে একটানা তিন মাস কোন অবদান না রাখেন তাহলে তিনি উক্ত সম্পাদক পদে আগ্রহী নন বলে প্রতীয়মান হবে, এবং পদক্ষমতা বাতিল হয়ে যাবে। (*উন্নয়ণ পরামর্ষক পদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)
- ৭. উন্নয়ণ পরামর্ষক পদে নির্বাচিত সদস্য এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হবেন।
সাময়িকী কর্তৃপক্ষ কোন রকম ঘোষণা ছাড়াই যে কোন সময় উপরোক্ত শর্ত সমূহ পরিবর্ধণ এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। কোন শর্ত পরিবর্তন হলে তা এই পৃষ্ঠায় জানিয়ে দেয়া হবে।