শিশু: শিক্ষা আমায় মুক্তি দিবে!

মাসুদুল জারিফ
মাসুদুল জারিফ - লেখক
2 মিনিটে পড়ুন

ছেলেটির নাম ছিল জিয়াম। বয়স সম্ভবত ১০/১২ হবে। ছেলেটিকে দেখে মনে হলো খুবই দরিদ্র ঘরের। ছেলেটির শার্ট ছিড়া, পায়ে কোনো জুতোও ছিল না।  হাতে ছিল পুরোনো কয়েকটি বই। ছেলেটির সঙ্গে ভাব জমিয়ে একটু কথা বলার চেষ্টা করি।

-তোমার হাতে এগুলো কী?

-বই।

-তুমি বই দিয়ে কি করবে?

- বিজ্ঞাপন -

-আমি পড়ালেখা করমু। মিনা কার্টুনে দেখছিলাম, “শিক্ষা আমার মুক্তি দিবে !” আমি পড়ালেখা করে বড় গাড়ি কিনমু, বাড়ি করমু।


শিশুটি গরিব হলেই কি হবে, দেখে মনে হলো শিশুটির শিক্ষার প্রতি প্রবল আগ্রহ।

শিশুরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম। আজকের যে শিশু হয়ে উঠবে আদর্শবান, সেই শিশুই আগামীদিনে দেশেকে নেতৃত্ব দিবে। শিক্ষা শিশুদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম।

১. শিশুদের শিক্ষায় সরকারের পদক্ষেপঃ

বাংলাদেশের শিশুরা বিনামূল্যে পড়ালেখার সুযোগ পাচ্ছে। শিরীন শারমিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী শেখহা সিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। এজন্য দরিদ্র পরিবারের মায়েদের মোবাইল ফোনে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রেরণ, বিনামূল্যে বই বিতরণ ও আইসিটি ল্যাব স্থাপন করা হচ্ছে।”

২. শিশুদের শিক্ষায় অন্যতম বাধা শিশুশ্রমঃ

শিশুশ্রমের কারণে অনেক শিশুরাই শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

- বিজ্ঞাপন -

আমি মনে করি, একটি শিশু অত সহজে কাজে নামে না। শিশু মন ঘুরে বেড়াতে চায় মুক্ত পাখির মতো। এই বয়স দায়িত্বের ভার বয়ে বেড়ানোর মতো নয়। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েই কাজে যোগ দেয় একটি শিশু।

  • পরিবারের অস্বচ্ছলতার জন্য শিশুশ্রমে লিপ্ত হচ্ছে অনেক শিশু।

  • পিতা-মাতার অসচেতনতা শিশুশ্রমের অন্যতম কারণ।

শিশুশ্রমের জন্য শিশুরা স্কুলে যেতে পারছে না এবং তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।

৩. গেমস আসক্তির জন্য শিশুরা পড়ালেখায় অমনোযোগী হচ্ছেঃ

দিনে দিনে শিশুদের মধ্যে মাদকাসক্তির চেয়েও আরও ভংকরভাবে ছড়িয়ে পড়ছে গেইমস আসক্তি। এই গেইমস আসক্তি শুধু শিশুদের চোখের ক্ষতিই করছে না, বরং শিশুদের মস্তিষ্কেও মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে।

- বিজ্ঞাপন -

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘গেইমিং ডিজঅর্ডার’কে মেডিক্যাল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ২০১৮ সালে।

শিশু এক অমূল্য সম্পদ। শিক্ষার মাধ্যমেই শিশুরা সঠিকভাবে গড়ে উঠবে। দেশ হয়ে উঠবে সমৃদ্ধ।

প্রতিবেদকঃ মাসুদুল জারিফ

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: মাসুদুল জারিফ লেখক
অনুসরণ করুন:
মাসুদুল জারিফ একজন কবি, লেখক ও সাংবাদিক। তিনি ২০০৭ সালে বাংলাদেশের জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবেরগ্রামে। তিনি বর্তমানে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। হলি মিশন স্কুল এন্ড কলেজ থেকে তার হাতেখড়ি হয় এবং তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় খেতাবপ্রাপ্ত বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি ছোট থেকেই লেখালেখি, কবিতা আবৃত্তি এবং সহপাঠ কার্যক্রমে আগ্রহী। তিনি বর্তমানে একজন শিশু সাংবাদিক। তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন সদস্য এবং বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের একজন উপদল নেতা। সাময়িকীতে তার লেখা প্রথম দুইটি কবিতা “খোকাকে নিয়ে স্বপ্ন সবার”, “ভার্চুয়াল জগতে শিশু-কিশোর”। তিনি তার জীবনে লেখালেখি এবং নিজের ভাবনা প্রকাশের মাধ্যমে বিশ্বকে চমকে দিতে চান।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!