আমার শিরদাঁড়া বেঁকে যায়নি, একটি স্বকীয় প্রলাপ, বৃষ্টি এসেছিল এবং অন্যান্য কবিতা

আমার শিরদাঁড়া বেঁকে যায়নি সব দরোজা খুলে যাবে একদিনএই ভরসায় এখনও ধুলো মাখিএখনও বৃষ্টিতে ভিজি একা একানিজের মৃত্যু দেখতে দেখতেজ্বর গায়ে কাঁপতে থাকি সারারাতসূচিপত্রআমার শিরদাঁড়া বেঁকে যায়নিএকটি স্বকীয় প্রলাপবৃষ্টি এসেছিলজন্মান্তরশাশ্বতকথাএ জন্ম মোচন হয় কত বেদনা আর অভিমান এসে কাঁদায়কাঁদতে কাঁদতেই দেখি পৃথিবী গড়াচ্ছেভোর হচ্ছে, পাখি ডাকছেনীল আকাশে জ্যোতিষ্কলোকের রমণীচুল শুকোচ্ছে এখনও আমার শিরদাঁড়া বেঁকে যায়নিসোজা … পড়তে থাকুন আমার শিরদাঁড়া বেঁকে যায়নি, একটি স্বকীয় প্রলাপ, বৃষ্টি এসেছিল এবং অন্যান্য কবিতা