পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করবে না ইউক্রেন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । ফাইল ছবি এপি

দূরপাল্লার অস্ত্র পেলে রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারে ইউক্রেন-এই আশঙ্কায় দীর্ঘদিন ইউক্রেনকে এমন অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে সম্প্রতি রয়টার্স জানিয়েছে, এবার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় হামলার আশঙ্কা করছেন অনেকে। তবে ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে কিয়েভ প্রতিশ্রুতি দিয়েছে এসব অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানো হবে না, শুধু ইউক্রেনের রাশিয়ার দখলকৃত অঞ্চলে রুশ সেনা ইউনিটে হামলা চালানো হবে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, আমরা আমাদের অংশীদারদের আনুষ্ঠানিকভাবে সব সময় বলে আসছি বিদেশিদের দেওয়া অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করা হবে না। আমরা শুধু ইউক্রেনে রুশ দখলকৃত অঞ্চলে রুশ সেনাদের ওপর হামলা চালাব।

যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন ৩০০ কিলোমিটার দূরে আঘাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন। এর বদলে ওয়াশিংটন তাদেরকে ১৫০ কিলোমিটার দূরে আঘাতে সক্ষম গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি) দিতে রাজি হয়েছে।

জিএলএসডিবি দিয়ে বর্তমানে ইউক্রেনে থাকা মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্বিগুণ দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে দেশটির সেনারা। রয়টার্সের প্রতিবেদনের দাবি অনুসারে যদি সত্যিই এগুলো ইউক্রেনে পাঠানো হয় তাহলে দেশটির পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর সাপ্লাই লাইন, এমনকি রুশ দখলকৃত ক্রিমিয়াও তাদের হামলার আওতায় চলে আসতে পারে।

জিএলএসডিবি যৌথভাবে নির্মাণ করেছে সাব এবি ও বোয়িং। এতে এম২৬ রকেট মোটরের সঙ্গে জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব (এসডিবি) রয়েছে। এগুলো জিপিএস নিয়ন্ত্রিত ও কিছু ইলেক্ট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম। ব্যবহার করা যাবে যেকোনও পরিস্থিতিতে। হিমার্সের মতো জিএলএসডিবি থেকে বোমা ব্যবহার করে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!