জাপোরিঝিয়ার দুই শহরের দিকে এগিয়ে আসছে রুশ সেনারা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন
একদল রুশ সেনা। ফাইল ছবি

ইউক্রেনের দক্ষিণপূর্ব দিকের অঞ্চল জাপোরিঝিয়ার দুটি শহরের দিকে এগিয়ে আসছে রুশ সেনারা। রোববার (২২ জানুয়ারি) রাশিয়ার সংবাদমাধ্যমগুলো এ দাবি করেছে।

গত কয়েকদিন ধরে জাপোরিঝিয়া এবং এর আশপাশের অঞ্চলগুলোতে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হচ্ছে।

জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেছেন, রুশ বাহিনীর পূর্ণ নজর এখন ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন জাপোরিঝিয়ার রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওরিকিভ এবং আরও পূর্বে অবস্থিত হুলাইপোল শহরে।

তিনি জানিয়েছেন, এ দুটি অঞ্চলে এখন দুই পক্ষের মধ্যে লড়াই হচ্ছে।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় জাপোরিঝিয়ায় নতুন অভিযান শুরু করেছে রুশ সেনারা।
এদিন তারা দাবি করে, সেনারা অভিযানে ‘সুবিধাজনক অবস্থান’ নিয়েছে।

জাপোরিঝিয়ায় নিযুক্ত ইউক্রেনের গভর্নর ওলেক্সান্ডার স্তারুক শনিবার জানান, গত কয়েক সপ্তাহ ধরে এ অঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এরমধ্যে শনিবার এক রাতে ১৬০ জায়গায় গোলা ছোড়ে তারা।

টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে গভর্নর ওলেক্সান্ডার স্তারুক আরও জানান, রুশ সেনারা ২১টি শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন, লুহানেস্ক এবং দোনেৎস্ককে অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ চারটি অঞ্চলের কোনোটিরই পূর্ণ অংশ নিজেদের দখলে আনতে পারেনি রুশ সেনারা। এখন আবারও নতুন করে অভিযান শুরু করেছে তারা।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!