গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্র প্রচার বন্ধে ইউটিউব-টুইটারকে ভারতের নির্দেশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সংগৃহীত

গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের তথ্যচিত্র নির্মাণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই দাঙ্গায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয় ভূমিকার কথা তুলে ধরা হয়েছে সেখানে।

বিবিসির ওই প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মোদি সরকার। প্রামাণ্যচিত্রের ভিডিও লিংক টুইটার-ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে দেশটির সরকার।

শনিবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিবিসি নির্মিত ডকুমেন্টারি “ইন্ডিয়া: দা মোদি কোশ্চেন” প্রামাণ্যচিত্রটি টুইটারে এবং ইউটিউব ভিডিও মাইক্রোব্লগিং ও ভিডিও-শেয়ারিং ওয়েবসাইটগুলোতে অনেকেই আর দেখতে পারছেন না।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বিবিসির ডকুমেন্টারি নিয়ে অর্ধ-শতাধিক টুইট মুছে ফেলতে টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের টুইটও সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন “বিবিসির ডকুমেন্টারি নিয়ে আমার করা টুইট সরিয়ে নেওয়া হয়েছে। টুইটটি লক্ষাধিক ভিউ পেয়েছিল। বিবিসির এক ঘণ্টার ডকুমেন্টারিতে নরেন্দ্র মোদি ভারতে কীভাবে সংখ্যালঘুদের ঘৃণা করেন, সেটি তুলে ধরা হয়েছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, জরুরি ক্ষমতাবলে তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১ এর আওতায় প্রামাণ্যচিত্রের ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউটিউব এবং টুইটার কর্তৃপক্ষ প্রামাণ্যচিত্রের ভিডিও লিংক সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে ভারতের গুজরাট রাজ্যে হিন্দু-মুসলিম দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারায়। এর মধ্যে অধিকাংশ মুসলিম। ঘটনার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

দুই পর্বের প্রামাণ্যচিত্রটির প্রথমটি গত মঙ্গলবার যুক্তরাজ্যে প্রচারিত হয়েছে। দ্বিতীয় পর্ব সম্প্রচার করা হবে আগামী মঙ্গলবার। বিবিসি বলছে, দাঙ্গার ঘটনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!