উগান্ডায় বর্ষবরণের আয়োজনে পদদলিত হয়ে প্রাণ হারালেন ৯ জন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি শপিং মলে পদদলিত হয়ে ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই নতুন বছরের আতশবাজি প্রদর্শন দেখতে সেখানে জড়ো হয়েছিলেন।

বার্তাসংস্থা এএফপি রোববার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। আতশবাজি প্রদর্শন শেষ হওয়ার পর সেখানে ‘পদদলনের ঘটনা ঘটে।’ এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত হন। আহত হন অসংখ্য মানুষ।’

তিনি আরও বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের মধ্যে অসংখ্য কিশোর রয়েছে। তবে তাদের বয়স কেমন সেটি নিশ্চিত করেননি তিনি। বেপরোয়া এবং অবহেলার কারণে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে করোনা ভাইরাসের কারণে উগান্ডায় গত দুই বছর নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষকে জড়ো হতে দেওয়া হয়নি। কিন্তু তিন বছরের মাথায় যখন এ সুযোগ হলো তখনই দেশটিতে ঘটল এমন অনাকাঙ্খিত ঘটনা।

সূত্র: এএফপি

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!