জাপান সাগরে তিন ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

জাপান সাগরে নতুন করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। চলতি বছর অসংখ্যবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। বছরটি তারা শেষও করল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সকাল ৮টার একটু পর। দ্বিতীয়টি ৮টা ১৪ মিনিটে। তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এর এক মিনিট পরই।

সবগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রাজধানী পিয়ংইয়ং থেকে। এগুলো প্রায় ১০০ কিলোমিটার উপরে ওঠে এবং ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়।

ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরে আছড়ে পড়ে। কিন্তু এগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে ছিল। বিশেষ অর্থনৈতিক জোনটি জাপানের উপকূল থেকে ৩৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পথের আশপাশে থাকা বিমান ও জাহাজে সতর্কতা সংকেত পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ড জাপান ও এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে। এছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনেরও পরিপন্থি।’

উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টির ওপর নজর রাখছে তারা।

এদিকে এ বছর প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার মধ্যে রয়েছে আটটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। দেশটির ইতিহাসে যা এক বছরে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর রেকর্ড। উত্তর কোরিয়া এ বছর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্রদের হুমকির কারণে নিজেদের সামরিক শক্তি আধুনিকরণ করবে।

কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে ড্রোন উড়ায় উ. কোরিয়া। এর রেশ না কাটতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করতে না পারায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পরবর্তীতে ক্ষমা চায়।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!