বাংলাদেশ: রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৪

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কক্সবাজারে অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প । ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮- ক্যাম্পে “আধিপত্য বিস্তারের জেরে” বহিরাগত সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চার রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে খাল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

আহতরা হলেন- উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সালাম (৩২), একই ব্লকের মোহাম্মদ শফি (৬৩), বি-৫০ ব্লকের বাসিন্দা মোহাম্মদ শরীফ (৫৫) এবং বি-৫৫ ব্লকের মোহাম্মদ নাসের (১০)।

এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফারুক আহমেদ বলেন, “বৃহস্পতিবার বিকেলে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী কালো মুখোশ পড়ে প্রবেশ করে। পরে তারা সাধারণ রোহিঙ্গাদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।”

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে রাত ১০টায় সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে চমেক হাসপাতালে পাঠান।

ফারুক আহমেদ বলেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!