অনুগতই কি থাকব?

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

আমাদের সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষরাই সচিব, ডিসি, এসপি, ইউএনও, এএসপি হন। আমরা বিএনপি আমলে একজন সচিব, ডিসি, এসপি, ইউএনও, এএসপিকেও দেখিনি যিনি আওয়ামী লীগ মনা। আবার আওয়ামী লীগ আমলেও দেখি সবার মানসিকতা বদলে গেছে। শিক্ষকদের মধ্যেও দেখি যিনি বিএনপি আমলে জিয়া জিয়া করে মুখে ফেনা তুলে ফেলতেন আজ অবলীলায় মুজিব কোট গায়ে চাপিয়ে দেন। এরাইতো আমাদের রাষ্ট্রের উপরিকাঠামো— যারা নাগরিকদের মধ্যে ভাবাদর্শ গড়ে তুলতে সহায়তা করেন। আইয়ুব খান, শেখ মুজিব, মোশতাক, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সব সরকারই একই চেষ্টা করেছেন। যারা ভাবাদর্শ গড়তে সহযোগিতা করেন তখন তারা একেক সময় একেক নেতাকে মহামানব বানিয়েছেন আবার অন্যরা তাকে বিপরীত বানিয়েছেন। সারাজীবন আমাদের দুটো জিনিস শেখানো হয়- ১) তাদের প্রতিষ্ঠাতা/নেতাই সর্বশ্রেষ্ঠ তাই অনুগত থাকো এবং ২) সর্বশক্তিমানের উপর অগাধ আস্থা রাখো, অলৌকিকতার প্রতি অনুগত থাকো।

আমরা পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কেবলি অনুগত হতে শিখি। মাথা নত করে রাখতে শিখি। আমাদের বলা হয়, সমাজের সাথে যারা এডজাস্ট করতে পারে না তারা ব্যর্থ, পরাজিত। সারভাইবাল দ্য ফিটেস্ট। তারা আমাদের দুর্নীতিগ্রস্থ হতে শেখায়, অধস্তনদের নিপীড়ন করতে শেখায়, সাধারণকে অবজ্ঞা করতে শেখায়। পরিবার থেকে, বিদ্যালয় থেকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা শিখে শিখে মাথা নত করতে থাকি। আমাদের ভালমন্দ বোধ হারিয়ে ফেলতে শিখি। এসব করে রাষ্ট্র নিরাপদ বোধ করে। এজন্য তারা নষ্ট কাঠামোকে বিদ্যমান রাখতে চায়। পুনঃপুন ক্ষমতায় আসতে চায়। উৎপাদন সম্পর্কের পুনঃউৎপাদন বজায় রাখতে চায়। তারা চায় আমাদের সন্তানরাও আমাদের মতো নতজানু হোক, মাথা নত করে থাকতে অভ্যস্ত থাকুক এবং তাদের প্রতি আনুগত্য দেখাক এবং তারা হাজার হাজার বছর ক্ষমতায় থাকুক।

স অনুগতই কি থাকব?
অনুগতই কি থাকব? 39

মানুষ যদি শুধু অলৌকিকতাটাই বুঝতে পারতো, বস্তুবাদী চেতনা ধারন করতো তবে ওই বৃত্ত ভেঙ্গে ফেলতে পারতো। আজ ইউরোপের দেশগুলো, জাপান, অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ডসহ সভ্য দেশগুলোতে দেখি জনগণ অলৌকিকতাকে বিদায় দিয়েছে এবং বস্তুবাদী বিজ্ঞানমনষ্ক চেতনা ধারণ করেছে। তারা সরকারকে তাদের কল্যাণে কাজ করতে বাধ্য করে নতুবা সরিয়ে দেয়। শাসকরা রাজা হয়ে উঠতে পারে না। দরিদ্র দেশগুলোর সব শাসকরাই রাজা হয়ে উঠে। মোদী, ইমরান খান, রাজা পাকসে কে রাজা নন? এরপরেও ক্ষমতা থেকে সরে যেতে হয়! হবে! বিপরীতে নরওয়ে, সুইডেন, হল্যান্ডের সরকার প্রধানদের দিকে তাকান- ওখানকার সরকার প্রধানগণ কেন সাধারণ হয়ে উঠেন?

ভাল ও মন্দের দ্বন্দ্বের ভিতর দিয়েই সমাজ এগিয়ে যায়৷ ভাল প্রতিশ্রুতি দিয়েও অনেকে নষ্ট হয়ে যায়৷ তবুও নিশ্চিত মন্দের চেয়ে, সম্ভাবনা উৎকৃষ্ট! নাগরিকগণ যদি বারবারই নিশ্চিত মন্দের চেয়ে সম্ভাবনাকে বেছে নিতে থাকে এবং অনুগত থাকার বদলে সংগ্রাম চালিয়ে যেতে থাকে তবেই এক সময় মিলবে নরওয়ে, সুইডেন, হল্যান্ডের মতো মানবিক সরকার৷ জনগণ যদি সরকার বা ধর্মে, ব্যক্তি বা প্রতিষ্ঠানে, প্রথা বা সংস্কারে অনুগত থাকে তাহলে সেই রাষ্ট্রের শাসকরাও দানবে পরিণত হয়৷ একসময় দানব সরানো কঠিন হয়ে যায়৷ বিস্ময়কর যে, তবুও সেই দানবদের পতন ঘটে! ঘটবেই!

লেখক: মুজিব রহমান

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!