বাংলাদেশ: বিএনপির সমাবেশ শেষের পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ফাইল ছবি

বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই সাথে ভোলা-বরিশাল রুটে চলছে স্পিডবোট। তবে অভ্যন্তরীণ রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদ থেকে কোনো দূরপাল্লার বা আন্তঃজেলা বাস ছাড়বে না বলে জানিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু।

তবে এরইমধ্যে অনেককে কাউন্টার থেকে পরের দিনের টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

মহাসড়কে থ্রি-হুইলার ও অটোরিকশার অবাধ চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (৪ নভেম্বর) থেকে শুরু হওয়া ধর্মঘট শেষে রওবিবার সড়কে এসব যান ফের চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সুন্দরবন-১১, প্রিন্স আওলাদ ও পারাবত-১৮ লঞ্চগুলো রাতে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু জানান, এসব লঞ্চে যাত্রীর সংখ্যা কম।

বরিশাল ডিসি ঘাট থেকে স্পিডবোট পরিচালনাকারী মো. তারেক বলেন, বিকাল ৪টার পর ভোলা থেকে নৌকা চলাচল শুরু হলে তারাও বিপুল সংখ্যক যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

এদিকে বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপন জানান, রবিবার সকাল ৬টার পর ধর্মঘট বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা বৈঠক করবেন।

বিরোধী দল বিএনপির ডাকা একটি বিভাগীয় সমাবেশের ঠিক একদিন আগে শুক্রবার থেকে বরিশালে সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় সারাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বরিশাল। বাস, লঞ্চ, স্পিডবোট, মাইক্রোবাস এমনকি তিন চাকার অটোরিকশাও পাওয়া যায়নি।

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিলেও থ্রি-হুইলার চালকরা কর্তৃপক্ষের কাছে তাদের অবাধ চলাচলের অনুমতি দিতে চায়।

বিএনপি’র সরকারবিরোধী বিভাগীয় সমাবেশের আগে পরিবহন ধর্মঘট সম্প্রতি একটি সাধারণ ঘটনা।

খুলনা, ময়মনসিংহ ও রংপুরে বিরোধী দলের সমাবেশের আগে এ ধরনের হরতাল ডাকা হয়। বিএনপির সমাবেশের সঙ্গে পরিবহন ধর্মঘটের কোনো যোগসূত্র অস্বীকার করেছে সরকার।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!