সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেল দক্ষিণ এশিয়া। ফাইনালে নেপালকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দেখা পেল বাংলাদেশের মেয়েরা।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার বিকেলে ম্যাচের প্রথম মিনিটে লিড নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। মারিয়া মান্ডার দূরপাল্লার শট নেপালের গোলকিপার রুখে দিলেও সুযোগ ছিল সিরাত জাহান স্বপ্নার। তবে শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।

স্বপ্না সেমিফাইনালে ব্যথা পেয়েছিলেন। আঘাত নিয়েই ফাইনাল খেলতে নামেন। তবে শুরুতে আবার মাঠে পড়ে গিয়ে ব্যথা পেলে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কোচ গোলাম রব্বানী ছোটন মাঠ থেকে তাকে তুলে নেন। বদলি হিসেবে নামানো হয় শামসুন্নাহার জুনিয়রকে।

২০০৮ সাল থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে থাকা কোচ ছোটনের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করতে বেশি সময় নেননি শামসুন্নাহার। ১৩তম মিনিটে তার করা গোলে লিড পায় লাল-সবুজ জার্সিধারীরা।

মাঠে উপস্থিত ১৫ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে নেপালের তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলের দেখা পেয়ে যান তিনি। ৩৫তম মিনিটে ফ্রি-কিক পায় নেপাল। তবে গোলকিপারের দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশের মেয়েরা।

বিরতির আগে ব্যবধান বাড়ায় ছোটনের শিষ্যরা। ৪০তম মিনিটে সাবিনা খাতুনের বাড়িয়ে দেয়া বলে কৃষ্ণা রানি সরকারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বেশ কয়েকবার আক্রমণে যায় নেপাল। বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দলটি।

ম্যাচের ৫৬তম মিনিটে সানজিদাকে মাঠ তুলে মাঠে নামানো হয় ঋতুপর্ণাকে। টুর্নামেন্টে দুই ম্যাচে বদলি নেমে দুটোতেই গোলের দেখা পেয়েছিলেন তিনি।

ম্যাচের ৬১তম মিনিটে ঋতুপর্ণার কাছ থেকে বল পান শামসুন্নাহার। তবে নেপালের গোলকিপার আনজিলা সুম্বা রক্ষা করেন দলকে।

ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান কমায় নেপাল। ফরোয়ার্ড আনিতা বাসিতের গোলে স্কোরলাইনকে ৩-১ গোলে পরিণত করেন তিনি। এর ফলে কিছুটা চাপে পড়ে অধিনায়ক সাবিনা খাতুনের দল।

ব্যবধান কমিয়ে নেপালের মেয়েরা চড়াও হয় বাংলাদেশের ওপর। পরপর বেশ কয়েকবার আক্রমণে যায় নেপালের মেয়েরা।

ম্যাচে ফেরা নেপালকে বেশি এগিয়ে থাকতে দেননি বাংলাদেশের মেয়েরা। কৃষ্ণার জয়সূচক গোলে শিরোপার দেখা পেয়ে যায় আত্মবিশ্বাসী ছোটনের শিষ্যরা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!