কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কুয়াকাটা সৈকতের ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সবুজের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের পশ্চিম কুয়াকাটা শুঁটকি পল্লী সংলগ্ন সমুদ্রে জালে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান জেলেরা।

খবর পেয়ে মোশারেফ মাঝি ও আজিজুল হক নামে দুই জেলে নৌকায় করে সবুজের মরদেহ তীরে নিয়ে আসেন। ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, গতকাল সোমবার দুপুর ২টার দিকে পর্যটক সবুজ সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর পরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে জেলেদের জালে তার মরদেহ আটকা পড়ে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযানে নামি। আজকে সকালে সমুদ্রে জেলেদের জালে মরদেহ আটকে গেলে খবর পেয়ে আমরা তা উদ্ধার করে নিয়ে আসি।

- বিজ্ঞাপন -

প্রসঙ্গত, সোমবার সৈকতে গোসল করতে নেমে সবুজ নিখোঁজ হন। তিনি বগুড়ার শাহজাহানপুরের মৃত সেরাজুল হকের ছেলে। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। এর আগে গত রোববার সমুদ্রে গোসলে নেমে মাহাবুব রহমান পারভেজ নামে আরও এক পর্যটকের মৃত্যু হয়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!