বেনাপোল চেকপোস্টে বিজিবির নতুন হয়রানি পাসপোর্ট রেখে দেওয়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্টে বিজিবি কর্তৃক হয়রানির শিকার হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ভারত থেকে আনীত ব্যবহারের মালামাল রেখে দেওয়া ও আটক করার অভিযোগ দীর্ঘদিনের থাকলেও এবার নতুন মাত্রায় যোগ হয়েছে তাদের পাসপোর্ট রেখে দেওয়া। এমন অভিযোগ করেছেন ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী রোজিনা খাতুন।

যশোরের বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের রানা শেখের স্ত্রী রোজিনা খাতুন বলেন, ‘শনিবার সকাল ৮টার সময় ভারতে ডাক্তার দেখিয়ে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে দেশে ফিরে আসি।

বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বেনাপোল চেকপোস্টের তল্লাশি কেন্দ্রে এলে আমার আনীত পণ্যসামগ্রী ও পাসপোর্ট নিয়ে নেন বিজিবি সদস্যরা। এরপর অনেক অনুরোধের পর কিছু পণ্য ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেননি। সকাল থেকে পাসপোর্টের আসায় বসে থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। ’

রোজিনা খাতুনের পাসপোর্ট রেখে দেওয়ার বিষয়টি শুনে বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার ঘটনাস্থলে এলে বিজিবি সদস্য ফারুক হোসেন বলেন, ‘আমরা তাকে পাসপোর্ট ফেরত দিয়েছি। এ নিয়ে বিজিবি ও রোজিনা উভয়ে চেকপোস্টে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুবেদার নজরুল ইসলাম সিসি ক্যামেরা দেখে পাসপোর্ট কোথায় আছে দেখার আশ্বাস দেন। ’

ঘটনাস্থলে বিজিবি সদস্য ফারুক হোসেন বারবার পাসপোর্ট দিয়ে দেওয়ার কথা বললেও তার কথার জের ধরে স্থানীয় এক সংবাদকর্মী বলেন, গতকালও (শুক্রবার) এ রকম ঘটনা ঘটেছে। তখন বিজিবির সদস্য বলেন, ‘আমরা পরে ওই যাত্রীকে ফোন করে পাসপোর্টটি ফেরত দিয়েছি। ’

এ রকম আরো ঘটনার অভিযোগ করেছেন ঢাকার পাসপোর্ট যাত্রী আলমগীর হোসেন, জুবাইদা বেগম, রোকেয়া খাতুন। তারা বলেন, ভারত থেকে ফেরার সময় একাধিকবার হয়রানির শিকার হতে হয় বিজিবির চেকপোস্টে। প্রথমে বাংলাদেশের প্রধান ফটকে ঢোকার পর বিজিবি সেখানে ব্যাগ স্ক্যানিংসহ হাতিয়ে তল্লাশি করে। আবার কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বের হলে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক টার্মিনালের সামনে ব্যাগ হাতিয়ে কখনো ক্যাম্পে পাঠিয়ে তল্লাশি করে। আবার সেখান থেকে বের হয়ে বাসে উঠলে আমড়াখালী নামক স্থানে তল্লাশি করে। এভাবে বারবার ব্যাগ খুললে তারা নাজেহাল হয়ে পড়েন বলে অভিযোগ করেন। বৈধ পাসপোর্ট ও সরকারের ভ্রমণ কর দিয়ে ভারত যাওয়াই আমাদের অপরাধ, বলেন ওই পাসপোর্ট যাত্রীরা।

স্থানীয় সংবাদকর্মী রাসেল বলেন, ‘কয়েক দিন আগে ভারত থেকে ফেরার সময় বিজিবি সদস্যরা আমার সাথে থাকা ব্যাগগুলো তন্ন তন্ন করে তল্লাশি করে। এতে আমার হাতও কেটে যায়। পরিচয় ও রক্ত দেখেও বিজিবি সদস্যদের মন গলেনি। এভাবে প্রতিনিয়ত ৫০ গজের মধ্যে বিজিবি সদস্যরা একই যাত্রীর ব্যাগ দুইবার তল্লাশি করে। ’ তার পরও মাঝেমধ্যে চেকপোস্ট ক্যাম্পে নিয়েও তল্লাশি করে থাকেন বলে জানান ওই সংবাদকর্মী।

চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, ‘সিসি ক্যামেরা দেখে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। ’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!