ভয়াবহ দাবানলের কবলে স্পেন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ফ্রান্স, গ্রিস, পর্তুগালের পর এবার দাবানল ছড়াচ্ছে স্পেনে। ধেয়ে আসা দাবানলের কবল থেকে বাঁচতে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্প্যানিশরা। অ্যানন দে মনকায়ো থেকে ১,৫০০ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহরগুলোর অবস্থা খারাপ। সেখানে হাজার হাজার হেক্টর জমির বনভূমি পুড়িয়ে ছাই করে দিয়েছে দাবানল। প্রবল বেগে হাওয়া বইছে। শুকনো আবহাওয়া ও ঝড়ো বাতাসে দাবানলও দ্রুত ছড়াচ্ছে।

স্পেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হাওয়া খুব দ্রুতই গতি পরিবর্তন করছে। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। দমকল বাহিনীর তিনশ ইউনিট ওই শহরে আগুন নেভানোর কাজ করছে।

অ্যানন দে মনকায়ো থেকে আগুন দ্রুতগতিতে শহর ও গ্রামের দিকে ছড়িয়ে পড়ছে। এতে বনভূমির পাশাপাশি বাড়িঘরও পুড়ে যাচ্ছে।

বনবিভাগের স্থানীয় প্রধান জানান, শনিবার আগুন লাগে এবং তা দ্রুত ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। কমপক্ষে আটটি গ্রামের বাসিন্দাদের সরানো হয়েছে। তাদের নিকটবর্তী শহরের তিনটি স্পোর্টস সেন্টারে রাখা হয়েছে।

শুধু উত্তরপূর্ব স্পেনেই নয়, দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকাও দাবানলের কবলে পড়েছে। ২০০৬ এর পর থেকে স্পেনে এত ভয়াবহ দাবানল হয়নি।

ইউরোপীয় আর্থ অবসারভেশন সিস্টেম হিসেব করে দেখেছে, ২০২২-এ দুই লাখ ৬০ হাজার হেক্টরের বেশি বন ও আবাসিক এলাকা দাবানলের কবলে পড়ে ছাই হয়ে গেছে। এ বছর চারশতাধিক দাবানল হয়েছে।

এ বছর সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে এবং হচ্ছে স্পেনে। দাবানলের পাশাপাশি তাপপ্রবাহ চলছে ও খরার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। এ বছর ফ্রান্স, গ্রিস ও পর্তুগালও দাবানলের কবলে পড়েছিল। ফ্রান্সে এক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফ্রান্সেও দেশজুড়ে তাপপ্রবাহ চলেছে। তবে পরে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!