কবি রবীন বসুর গুচ্ছ কবিতা আত্মদগ্ধ ছাই

রবীন বসু
রবীন বসু
2 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

এক

আলোর দিকে তুমি, আমি অন্ধকারে
এই যে দূরত্ব ব্যবধান
জমিন আশমান ফারাক
অনতিক্রম্য দীর্ঘ পাঁচিল
চেয়ে চেয়ে দেখে গেছি…
সামর্থ্য ছিল না তাই
সংগোপন গুপ্তগুহা খোঁজা
দাবিপত্র পেশ নয়, ভিক্ষালব্ধ কর…
তোমার দয়ার দান ধরে আছে আজও!

দুই

ইস্পাতের মতো তীক্ষ্ণ ধারালো তোমার ঠোঁট
উষ্ণতার মধ্যে জিবের আহ্বান
আস্বাদিত চুম্বনের প্রগাঢ় আগুন
স্মৃতি থেকে খুঁটে নিই এই সব
আতপ্ত বিকেল, মধ্যাহ্নের গাঢ় জ্বর
তোমার শরীর যেন জন্ম দেয়
আমার শরীর…
সেই প্রেম ফেলে রেখে ভুলভুলাইয়া মাঠে
পথহারা আমরা যেন অন্ধ বাউল…

তিন

আমি ডুবে যাচ্ছি। দীর্ঘ ঢেউ উত্তাল
অন্ধকূপে ডুবে আছি
তোমার মায়ার টান অতলস্পর্শ!
আমি ডুবে যাচ্ছি মুহূর্তে, মুহূর্ত থেকে উঠে
তোমার আলোময় চুলের বিস্তারে
সেখানেই লেখা আছে সমূহ বিস্ময়…
বিষাদ মাখানো আমাদের ভালবাসা
ডুবন্ত জলের থেকে পুনরায়
উঠে আসে অস্নাত সৌরভে…

চার

আমার ছায়ার মধ্যে তুমি ছিলে, না কায়া
খুঁজতে খুঁজতে দিন কেটে গেল;
আমার মা যেমন পুকুর ঘাটে
কাপড় কাচতে কাচতে
শিরদাঁড়া বাঁকাতে বাঁকাতে
একদিন নিজেই কাঁথা হয়ে গেল…
তোমার দুঃখের পাশে আমি নেই
তোমার ভালবাসার থেকে মুখ ফিরিয়ে
আমি আত্মমগ্ন অন্ধকারে নেমেছি…
আজ আমার কায়ার মধ্যে তোমার ছায়া
বড় স্পষ্ট, লাজুক আর অভিমানী!

পাঁচ

উষ্ণতায় ভরেছিল ঠোঁট
তোমার চুম্বনস্মৃতি
আজও শরীর কাঁপায়…
ধুলো মেখে ধুলো ঝেড়ে জীবন অস্থির
অক্সিজেন শেষ হল
ফুসফুস হাঁপাচ্ছে খুব
শীতঘুম নেমে আসবে চোখের পাতায়
তবু কিছুক্ষণ তোমার চুম্বণ নিয়ে উষ্ণ হতে চাই…

ছয়

এখানে গভীর ক্ষয়, এখানে পাতাঝরা বিকেল
জাদুবাক্স খুলে বসে আছে স্মৃতির অ্যালবাম…
ওখানে ব্যস্ত তুমি সাংসারিক কাজে
ঝাঁপ বন্ধ করে দিয়ে বসে আছো;
মধ্যরাতে ঝড় ওঠে, বাতাসের উন্মত্ত প্রলাপ
ধুলো মেখে পাতা মেখে বিপর্যস্ত তুমি
দু’হাতে চেপে ধরো দরজার খিল…
আমি সেই বন্ধ দরজায় মাথাকুটে
ফিরে আসি রোজ…

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: রবীন বসু
জন্ম ১৯৫৮ দঃ ২৪ পরগনা । পিতা প্রমথনাথ বসু, মা রাধারানি বসু । শিক্ষা অনার্স সহ স্নাতক। ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি। পেশা : প্রকাশনা সংস্থায় কর্মরত ছিলেন। কলেজে পড়ার সময় অশোক সেন সম্পাদিত “বারোমাস” পত্রিকায় প্রথম কবিতা ও “নবকল্লোল” পত্রিকায় গল্প প্রকাশ পায় (১৯৭৮) l বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্র-পত্রিকা ও দৈনিকে লেখকের লেখা প্রকাশিত হয়েছে বা হচ্ছে l পঞ্চাশের উপর সংকলন গ্রন্থে কবিতা, গল্প ও প্রবন্ধ সংকলিত হয়েছে l সম্পাদিত গ্রন্থ ৪ । কবিতার জন্য ৭টি ও গল্পের জন্য "মহাশ্বেতা দেবী স্মৃতি-পুরস্কার", দক্ষিণ ২৪পরগনা সেরা গল্পকার ১৯৮৪ সহ ৫টি পুরস্কার পেয়েছেন। পেয়েছেন দুটি জীবনকৃতি সম্মাননা সারা জীবনের সাহিত্য চর্চার জন্য (২০১৯, ২০২১) । প্রকাশিত কবিতার বই : সাম্প্রতিক দু’জন (১৯৮০) পঁচিশে বোশেখের কবিতা (১৯৮১) নাবিক ও জলকন্যার গল্প (২০১৮) ক্ষুধার স্তিমিত গদ্যে কবিতার মানচিত্র (২০১৮) ধর্ম ভাসে জলজ শ্যাওলায় (পকেট বুক : ২০১৯) জন্মের প্রবাহিত ঋণ (২০১৯) চতুর্দশপদী ( ২০২১) প্রকাশিত উপন্যাস : ভাঙন (১৯৮৩) প্রকাশিত গল্পগ্রন্থ : সোনালী মাছের আঁশ (১৯৮৪) ইলিশ ভাপা ও অন্যান্য গল্প (২০২০) হাওয়ায় ওড়ে মেঘজীবন ( অণুগল্প : ২০২০)
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!