কবি নাজমুস সামস’র কবিতা শ্রাবণ বিলাস

নাজমুস সামস
নাজমুস সামস
1 মিনিটে পড়ুন

কেয়াফুল

শ্রাবণ মেঘের বোতাম খুলে দেখি
একঝাঁক মুক্তচিন্তার হরিয়াল উড়ছে
আকাশে। যাদের হৃদয়ে প্রেম নেই
তারা মানুষ নামের কলংক। যতোই
গাওনা কেন কূলহারা কলংকিনি

কেউ তোমায় ভালোবাসবে না
মানুষের ভালেবাসা পেতে হলে
শ্রাবণ ধারায় অনগাহন করো
তাহলেই হয়ে যাবে কেয়াফুল

কদমস্নান

শ্রাবণ মেঘের কলার চেপে ধরেছে
কিছু দুষ্ট লোক। তাই বৃষ্টি হচ্ছেনা
বৃষ্টি মানে রংধনু যতোই দুষ্ট লোকেরা
মেঘের ফাঁকা আওয়াজ করুক
একদিন কদমস্নান করবো শ্রাবণে।

শ্রাবণ মেঘ

শ্রাবণমেঘ একখন্ড জমি চেয়েছিল
যাতে সে ভর্তি হতে পারে অক্সফোর্ড
মিশন স্কুলে। সে চেয়েছিলো প্রতিদিন
গীর্জার ঢং ঢং ঘন্টাধ্বনি শুনে আঁকবে চন্দ্রদ্বীপের চাঁদ

মাসিমার মতো কেউ ডাকেনা
আয় শ্রাবণ আয়……
তাই অভিমানি শ্রাবণ মেঘ
এখন পাত্রি খোঁজে রৌদ্রধারায়

বৃষ্টির ফেরিওয়ালা

বৃষ্টির বাথটবে গোছল করে দেখি
সারি সারি আরজ জেগে আছে
তার দর্শনে শ্রাবণ বৃষ্টি নেমেছে
চন্দ্রদ্বীপের জামায়। সেই জামার বোতাম খুলে দেখি
একমুঠো কীর্তনখোলা ডোংগা ভাসিয়েছে
লঞ্চঘাটে। আমরাতো বৃষ্টি ফেরিওয়ালা বৃষ্টি ঝরাই অবিরাম
সুগন্ধা বাতাসে।

বৃষ্টির পানি

বৃষ্টিও শিখে গেছে হাঁকডাক
তাই ভরা বর্ষায় মেঘের কাছে ঋণি হবার কারণে দেখেনা দুকূল ভাসানো নদীর দুঃখ।

তুমি যদি মেঘ হও আমি বন্ধ করে দেবো হারইন দিনের খেলা। বৃষ্টির
পাপড়িতে ভিজে যাবো তোমার বাড়ি
কদমফুল হয়ে প্রনাম করো মেঘকে
তাহলেই ঝরবে বন্ধু বৃষ্টির পানি

অমরার চিঠি

আমার মরন হয় যেন শ্রাবণে
কবরের পাশে লাগিয়ে দিও
একটি কদমচারা। সেই চারা যখন
পল্লবিত হবে তখন
কদমফুল আমাকে রোজ চিঠি দেবে।

অমরায় সেই চিঠি পড়তে পড়তে
আমি হোগলগুঁড়ি খুূূদের পায়েশ খাবো।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের বিভিন্ন শহরে। বাবার চাকরির সুবাদে। ১৯৮৮ সাল থেমে লেখা লেখি শুরু। লিটল ম্যাগ আন্দোলনের কর্মী। বই বের হয়েছে ০৫টি। গুত্তা -ছড়াগর্থ সজলায়তন - কাব্যগ্রন্থ হার্মেন্টস কর্মীর পড়ে পাওয়া স্টাটাস- কান্যগ্রন্থ সোনারবাংলা রিকন্স্ট্রাকন - কাব্যগ্রন্থ নারকেল পাতার ঘড়িতে টাইম দেখি - কাব্যগ্রন্থ।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!