নেতাকর্মীদের নিয়ে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুললেন ছাত্রলীগ সভাপতি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

পদ্মা সেতুর ওপর দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ সত্ত্বেও তোয়াক্কা না করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়৷

শনিবার (৯ জুলাই) তিনি ঢাকা থেকে বরিশালে বাড়ির উদ্দেশে বের হন তিনি। পদ্মা সেতুতে পৌঁছালে নিয়ম ভঙ্গ করে তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।

ছাত্রলীগ নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন৷ এরপর নেতা-কর্মীরা জয়ের তোলা ছবি ফেসবুকে শেয়ার দিয়েছেন৷

ছাত্রলীগ সহসভাপতি রাকিব হোসেনের ফেসবুকে শেয়ার করা ছবিতে এক হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে৷

এ ঘটনায় নিয়ম না মেনে সেতুর ওপর ছবি তুলে ফেসবুকে শেয়ার করে জনগণকে নিয়ম ভাঙতে উৎসাহিত করা হচ্ছে বলে সমালোচনা করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা৷

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একজন বলেন, “ছাত্রলীগ সভাপতিকে সংগঠনের নেতা-কর্মীর অনুসরণ করেন৷ কিন্তু তিনি যখন নিজেই নিয়ম ভঙ্গ করেন তখন অন্যরা তার থেকে কি শিখবে?”

সেতুতে সেলফি তোলার সময় জয়ের সঙ্গে ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি রাকিব হোসেন, তিলোত্তমা সিকদার, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আমান সাগরসহ আরও কয়েকজন নেতা৷

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে, তার সঙ্গে থাকা ছাত্রলীগ সহসভাপতি তিলোত্তমা সিকদার বলেন, “পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, এটা আমাদের জানা ছিল৷ কিন্তু পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছি, সেই আবেগ থেকে সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছি৷”

তিনি আরও বলেন, “সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা ঠিক না৷ কিন্তু সেনাবাহিনীর অনুমতি নিয়ে মাত্র ৩ মিনিটের জন্য ছবি তুলেছি৷ সব সময় আমরা নিয়ম মেনে চলার চেষ্টা করি, আইনের প্রতি সম্মান করি।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!