ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৮.৫৮ শতাংশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটে পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১ হাজার ১০১টি আসনের বিপরীতে পাস করেছে ৪ হাজার ৮১১ জন। বাণিজ্য বিভাগে ২৯৭ আসনের বিপরীতে পাস করেছে ১ হাজার পাঁচ জন। মানবিক বিভাগে ২৮ আসনের বিপরীতে পাস করেছে ২৯৫ জন।

এতে বিজ্ঞান বিভাগে ১২০ নম্বরের পরীক্ষায় নম্বর ১০৩ দশমিক ৯৫ পেয়ে প্রথম হয়েছে খন্দকার মোশাররফ ডিগ্রি কলেজে অনন্য গাঙ্গুলি, বাণিজ্য বিভাগে ৯৩ দশমিক ১ নম্বর পেয়ে প্রথম হয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আয়েশা জাহাজ সামিয়া, মানবিক বিভাগে ১০৩ দশমিক ৪৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী মো. তানজিদ হাসান আকাশ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১টায় এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মনসুর আহাম্মদ, অনলাইন ভর্তি সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৭ জুলাই থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

১৮-২৪জুলাই সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!