নোয়াখালীতে বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

নোয়াখালীর সুবর্ণচরে পূর্বশক্রতার জের ধরে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভাণ্ডারিকে (৬৮) নির্যাতনের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল হোসেন সানাজ (৪৫) উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের মৃত আজাহার আহমেদের ছেলে। তিনি চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধের ছেলে ইউপি সদস্য মো. রিপন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। রাতেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, পূর্বশক্রতার জের ধরে গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভাণ্ডারির ওপর নির্যাতন চালানো হয়। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়ার ইন্ধনে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল হোসেন সানাজ ও তানভীর উদ্দিনের নেতৃত্বে নির্যাতন চালানো হয়। ১০-১২ জন সন্ত্রাসী উপজেলার চরবৈশাখী গ্রামের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জ এলাকায় এই পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

নাছির উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারান। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। জ্ঞান ফিরে এলে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!