রবীন্দ্রসদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো

ফারুক আহমেদ
ফারুক আহমেদ
1 মিনিটে পড়ুন

প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয় ২০ জুন রবীন্দ্র সদনে সন্ধ্যা ছ’টায়। ওই অনুষ্ঠানে অতি মনোজ্ঞ বক্তব্য রাখেন নেতাজী রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডনার অধ্যাপক সুগত বসু। তিনি ‘গৌরকিশোর ঘোষ শতবর্ষ বক্তৃতা’ দেন। এছাড়া সমাজসেবী মেধা পাটকর ‘মনুষ্যত্বের সন্ধানে’ শীর্ষক অপূর্ব সুন্দর ভাষণ দেন।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘রূপদর্শী গৌরকিশোর ‘নামে তাঁর উপর রচিত এক স্মরণগ্রন্থ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময়ে গৌরকিশোর ঘোষের উপর অনেক অজানা তথ্য তুলে ধরেন স্বনামধন্য লেখক ও নাট্যকার অধ্যাপক ব্রাত্য বসু। অনুষ্ঠানে অপূর্ব সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্গী লাহিড়ী। পরিশেষে গৌরকিশোরের উপর নির্মিত শৈবাল মিত্র পরিচালিত ‘রূপদর্শী’ নামে এক তথ্যচিত্র দেখানো হয়। সবাই খুব প্রশংসা করেন এই তথ্যচিত্রের।

গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি ডা. অমিত রায়, সম্পাদক সাহানা নাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. পত্রালী ঘোষের আমন্ন্ত্রণে প্রচুর মানুষের উপস্থিতিতে সার্থক হয় আয়োজন। সুচারু ভাবে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা সোহিনী ঘোষ। দে’জ পাবলিশার্স-এর শুভঙ্কর দে ও সুধাংশুশেখর দে উপস্থিত ছিলেন। গৌরকিশোর ঘোষ-এর সঙ্গে দে’জ পাবলিশার্সের সুসম্পর্ক গড়ে ওঠার কথা তুলে ধরেন সুধাংশুশেখর দে। ওইদিন সন্ধ্যায় উপস্থিত দর্শক সাক্ষী থাকলেন এক বিরল সন্ধ্যার।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: সম্পাদক ও প্রকাশক উদার আকাশ। পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারত।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!