দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা মন্দা কাটিয়ে শেয়ার বাজারে আজকের লেনদেন হাজার কোটি ছাড়ালো। গত কিছুদিন যাবৎ বাজারে বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে হতাশা ভর করেছিল, যার ফলশ্রতিতে দীর্ঘদিন বাজারের লেনদেনে কোন গতি ছিলনা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মোট লেনদেন হয়েছে ১০৪৬.৬৩ কোটি। গতকাল লেনদেন হয়েছিল ৯৪৩.৮৮ কোটি। আজ গতদিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১০২.৯৫ কোটি টাকা।

আজ দাম বেড়েছে ১৯৮ টি কোম্পানির। দাম কমেছে ১৩৫ টি কোম্পানির। দাম অপরিবর্তীত ছিল ৪৮ টি কোম্পানির।
আজ ডিএসই তে মোট ৩৮১ টি কোম্পানির লেনদেন হয়েছে। আজকের দিনশেষে ৫১.২২ পয়েন্ট বেড়ে সূচক ৬৪২৫.৭৩ পয়েন্টে অবস্থান করছে।