দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ এক্সপ্রেস ইন্সুরেন্স (EIL) অস্বাভাবিক কম মূল্যে শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্স আজ নো লিমিটে লেনদেন হচ্ছিল। বাজারে যখন এক্সপ্রেস ইন্সুরেন্স ৩২.৭০ টাকায় লেনদেন চলছিল, ঠিক তখনি এই শেয়ারটি কেউ ৩ টাকায় টাকায় বিক্রি বসায় যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়।

আজ এক্সপ্রেস ইন্সুরেন্সের লেনদেন শুরু হয়েছিল ৩১.৪০ টাকায়, শেষ খবর পাওয়া পর্যন্ত শেয়ারটির ৩২.৩০ টাকায় লেনদেন হচ্ছে।
উল্লেখহ কোম্পানিটি গতদিন নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করছিল। তাই শেয়ার টি আজ নো লিমিটে লেনদেন হচ্ছিলো। যার সুযোগ নিয়েছে কোন এক বিনিয়োগকারী।

এভাবে অসাভাবিক কম মূল্যে লেনদেন হলে বাজারে নেতিবাচক প্রভাব পরতে পারে। তাই কর্তৃপক্ষের নজর রাখা উচিত এমন অসাভাবিক লেনদেনের উপর, বলে মনে করেন শেয়ার বাজারের সংশ্লিষ্টরা।