আজ সোমবার, ০৬ই জুন ২০২২ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ৯৭৪.০৭ কোটি। গতকাল লেনদেন হয়েছিল ৯৫০.১০ কোটি।
আজ গতদিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২৩.৯৭ কোটি টাকা। আজ দাম বেড়েছে ১৩০ টি কোম্পানির। দাম কমেছে ২০৯ টি কোম্পানির।
দাম অপরিবর্তীত ছিল ৪০ টি কোম্পানির। আজ ডিএসই তে মোট ৩৭৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক ট্রেডে আজ লেনদেন হয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারের। ব্লকে মোট লেনদেন হয়েছে ৫০.৫৮ কোটি টাকা।

আজ দিনের শুরুতে সূচক বেশ ইতিবাচক ছিল এবং এই ঊর্ধ্বমুখী ধারা সকাল ১০.৫০ টা পর্যন্ত ছিল, আজকে সর্বোচ্চ সূচক ৬৫২৫.৬১ এ অবস্থান করেছিল। সকাল ১১ টার পর সূচক নামতে থাকে যা ১১.৩০ পর্যন্ত ছিল। এরপর ধাপে ধাপে আবারো সূচকে ঊর্ধ্বমুখী ভাব দেখা যায়। যা বেলা ১.৩৮ পর্যন্ত বলবৎ ছিল। অবশ্য দিন শেষে সূচক নিন্মগামী হতে থাকে। চূড়ান্ত ভাবে মাইনাস ৮.২২ পয়েন্ট কমে সূচক ৬৪৮৯.১৭ পয়েন্টে অবস্থান করেছে।
আজকের বাজারের উল্লেখযোগ্য বিষয় ছিল অনেকদিন পরে টপ গেইনিং এর তালিকাতে বীমা খাতের একক আধিপত্য ছিল।
আজ টপ ২০ শেয়ার তালিকায় ১৯ টি ই ইন্সুরেন্সের শেয়ার ছিল।

আজ শীর্ষ লুজার তালিকা ছিল পুরোপুরি ভাবে মিশ্রিত।

আজকের শীর্ষ ট্রেড ভলিউমের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতের ৫ টি শেয়ার। অনেকদিন পরে টপ ভলিউমে চলে এসেছে। শীর্ষ ৫ তালিকায় ছিল NBL BANK , UNION BANK , BDFINANCE , BRACKBANK & SOUTHEST BANK,

গতদিনের মতো আজকেও ন্যাশনাল ব্যাংক টপ ভলিউম তালিকার প্রথমে অবস্থান করেছে। আজ ব্যাংকটির মোট লেনদেন হয়েছে ১,৫৬,২২,৯৭৯ টি শেয়ার, যা গতকাল ছিল ১,০৩,৬৪,০৫২ শেয়ার।
টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে গত দিনের মতো আজকেও বাজারে আধিপত্য ছিল বেক্সিমকো লিমিটেডের, এক নাম্বারে ছিল এই কোম্পানিটি ।পাশাপাশি টপ লেনদেনে অনেকদিন পরে BDFINANCE, LHBL , BRAC BANK চলে এসেছে।
উল্লেখ্য শেয়ার বাজার তখন গতিময় হবে যখন ফান্ডামেন্টাল ভালো কোম্পানি টপ লেনদেনে চলে আসবে। মার্কেট লিডার খ্যাত কোম্পানি গুলির যখন ভালো লেনদেন হয় তখন মানুষের বাজারের আস্থা বাড়ে।
সার্বিক ভাবে আজকের বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, অনেকদিন পরে পুরো ইন্সুরেন্স খাতের বাজার বৃদ্ধি পাবার কারণে অন্যান্য খাতের বেশ কিছু শেয়ারের বিক্রি চাপ পরিলক্ষিত হতে দেখা গিয়েছে।
বাজার বেশকিছু বিনিয়োগকারীদেরকে আজকে অন্যান্য শেয়ার বিক্রি করে ইন্সুরেন্সের শেয়ার ক্রয় করার প্রবণতা দেখা গিয়েছে। এই যাত্রায় ইন্সুরেন্সে খাতের লেনদেনের গতি কত দিন স্থায়ী থাকে সেটা দেখার বিষয়। উল্লেখ্য এর আগে বেশ কয়েকবার ইন্সুরেন্সের শেয়ারের দাম ১ দিন বৃদ্ধি পেয়ে পরের দিন নিন্মগামী হতে দেখা গিয়েছিল।