15.9 C
Drøbak
বুধবার, আগস্ট ১০, ২০২২
প্রথম পাতাসাম্প্রতিকবান্দরবানে গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত

বান্দরবানে গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত

বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। থানচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, থানচির জীবননগর সড়কের ঢালু রাস্তায় পর্যটকবাহী একটি নোয়াহ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ৮ জন আহত হয়েছেন।

এখনও নিহতের নাম জানা যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলাম নামে একজনের অবস্থা সঙ্কটাপন্ন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. ওয়াহিদ নামে আহত এক পর্যটক বলেন, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, গত রাতে থানচির লিটক্র এলাকার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি উল্টে পাঁচ নির্মাণ শ্রমিক আহত হন।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
editor@samoyiki.com

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
sahitya@samoyiki.com

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।