কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় শশুড়-পুত্রবধুর মৃত্যু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন
ঝড়টি স্থলভাগের ওপর দিয়ে অগ্রসর হতে হতে আরও দুর্বল হয়ে পড়ছে।

বরিশালেরে মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শশুড় ও পুত্রবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বেপারী জানান, বিকেল সাড়ে ৪ টার কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাগুড়িয়া এলাকায় ৮-১০টি ঘর ভেঙ্গে পরে যায়। তখন ঘর চাপায় রুস্তম আলী হাওলাদার (৭২) ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বিবি (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম দুজনের ‍মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল শ্রীপুর ইউনিয়নের মধ্যে তাই বিস্তারিত তিনি জানতে পারেননি। তবে ঝড়ে ঘরচাপায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত তিনি।

এ বিষয়ে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুণ অর রশীদ বলেন, বিষয়টি আলিমাবাদ ইউনিয়নের মধ্যে। তবে যারা মৃত্যুবরণ করেছেন তারা আমার ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নদীর ভাঙ্গনের কারনে সম্প্রতি গাগুড়িয়াতে গিয়ে বসতি গড়েন। ঝড়ে ঘর চাপায় মৃত্যু হওয়া দুজন সম্পর্কে শশুর ও পুত্রবধু।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!