আগামী কয়েকদিন ঢাকায় কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অব্যাহত থাকতে পারে ভ্যাপসা গরম। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, “আগামী কয়েকদিন ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে। সে হিসাবে সন্ধ্যার পর যে কোনোদিন কালবৈশাখী হতে পারে।”
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।