পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ারের লভ্যাংশ ঘোষণার সময় হয়েছে। এখন থেকে ধাপে ধাপে এই খাতের লভ্যাংশ ঘোষণা আসবে।
সার্বিকভাবে বিশ্লেষন করলে দেখা যায় যে, আইসিবি ইসলামি ব্যাংক (লোকসানে আছে) বাদে বাকি ৩১ টি ব্যাংকের বেশির ভাগেরই দামের তুলনায় ভাল মুনাফা এসেছে।
শুধুমাত্র ৪ টি ব্যাংকের ইপিএস গত বছরের ৯ মাসের চেয়ে কিছুটা কম হয়েছে, সেগুলি হলো এক্সিম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও রুপালী ব্যাংক।
পাঠকের সুবিধার্থে পুরো ব্যাংক সেক্টরের সমগ্রের ৩য় প্রান্তিক ইপিএস সমূহ চিত্র আকারে দেয়া হল।

