দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোট লেনদেন হয়েছে ১২১৪.৬২ কোটি টাকা। গতকাল ছিল ১৪৮২.৪৫ কোটি টাকা। আজ গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে১ ২৬৭.৮৩ কোটি টাকা। সূচক গতদিনের চেয়ে ৫৩.৭৪ পয়েন্ট কমে ৭০১৯.২৫ এ অবস্থান করছে।

ব্লক ট্রেড
আজ ৩২ টি কোম্পানির ব্লকে মোট লেনদেন হয়েছে ৪৯.১৬ কোটি টাকা। গতকাল লেনদেন ছিল ২৯.১০ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ব্লকে লেনদেন ২০.০৬ কোটি টাকা বেশি হয়েছে।

গেইনিং লিস্ট
আজকের গেইনিং তালিকা ছিল পুরোপুরি ভাবে মিশ্রিত। তবে আজকের গেইনিং তালিকায় লোপেইড কোম্পানির শেয়ার বেশি ছিল।

লুজিং লিস্ট
আজকের লুজিং তালিকাও ছিল মিশ্রিত। আজ বহু আলোচিত BSC ও ছিল টপ লুজিং লিস্টে।

টপ ভলিউম ও টপ ট্রেড ভ্যালু
আজকের বাজার লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে ৫ টি কোম্পানির। তারমধ্যে সবচেয়ে বেশি ভলিউম ছিল ফুয়াং ফুড, বিএসসি, গোল্ডেনসন, কেয়া কসমেটিক, এস আই বি এল।
আজকে টাকার দিক থেকে টপ লেনদেনে ছিল বিএসসি। সাথে ছিল বেক্সিমকো, পাওয়ার গ্রিড, বিএটিবিসি, ফুয়াং ফুড।

লভ্যাংশ বিতরণ
বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে লভ্যাংশ পাঠানো শেষ হয়েছে জানিয়েছে ৪ ই কোম্পানি, কোম্পানি গুলি হলো:এপেক্স ফুড-স্পিন, ইউপিজিএল, সাপোর্ট
আইপিও
ইউনিয়ন ব্যাংকের আগামি বুধবার, ২৬ জানুয়ারি লেনদেন শুরু হবে। এন ক্যাটাগরি হিসাবে লেনদেন হবে। ট্রেডিং কোড “UNIONBANK” এবং কোম্পানি কোড হচ্ছে : ১১১৫২,
উল্লেখ্য ইউনিয়ন ব্যাংকের রেকর্ড, ৭৯২ টি শেয়ার পেয়েছে বিনিয়োগকারীরা আইপিওতে। আইপিও নতুন নিয়মে দেওয়ার পরে এটাই প্রথম রেকর্ড সর্বোচ্চ পরিমানে আইপিও পাওয়া বিনিয়কারীদের।