দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের মোট লেনদেন ১৪৮২.৪৫ কোটি টাকা, গতকাল ছিল ১৬০১.২০ কোটি টাকা। আজ গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১১৮.৭৫ কোটি টাকা। ইন্ডেক্স গতদিনের চাইতে ৩২.৬৯ পয়েন্ট কমে ৭০৭৩ এ অবস্থান করছে।

ব্লক ট্রেড
আজ ৩৫ টি কোম্পানির ব্লকে মোট লেনদেন হয়েছে ২৯.১০ কোটি টাকা। গতকাল লেনদেন ছিল ৫২.১২ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ব্লকে ২৩.০২ কোটি টাকা লেনদেন কম হয়েছে।

গেইনিং লিস্ট
আজকের গেইনিং তালিকা ছিল পুরোপুরি ভাবে মিশ্রিত। তবে আজকের গেইনিং তালিকায় লোপেইড কোম্পানির শেয়ারের আধিপত্য ছিল।

লুজিং লিস্ট
আজকের লুজিং তালিকাও ছিল মিশ্রিত। তবে আজকের লুজিং তালিকার শেয়ার গুলির বেশির ভাগই বস্ত্র খাত ছিল।

টপ ভলিউম ও টপ ট্রেড ভ্যালু
আজকের বাজার লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে ৫ টি কোম্পানির, তারমধ্যে সবচেয়ে বেশি ভলিউম ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ারের। সাথে ছিল কেয়া কসমেটিক্স, ফুয়াং ফুড,ওয়াই পি এল,ও সাইপ পাওয়ার।
আজকে টাকার দিক থেকেও টপ লেনদেনে ছিল বেক্সিমকো লিমিটেড। সাথে ছিল বিএসসি, পাওয়ার গ্রিড, এসিয়া ইন্সুরেন্স ও এপেক্স ফুটওয়ার।

লভ্যাংশ বিতরণ
বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে লভ্যাংশ পাঠানো শেষ হয়েছে জানিয়েছে মালেক স্পিনিং ও পিটিএল কোম্পানি।
ইপিএস
ইপিএস দেয়ার তারিখ দিয়েছে ২০ টি কোম্পানি। কোম্পানি গুলো হল অলটেক্স, কেপিসিএল, স্কে ট্রিমস, আনোয়ার গ্যালভা, এমসিএল প্রান, রংপুর ফাউন্ডারি, বার্জার কালার,পদ্মা অয়েল, বিয়াকন ফার্মা, সিলভা ফারমা, জাহিন স্পিন ও টেক্স, রিলায়েন্স ওয়ান, এ আইবিএল মিচুয়াল, এল আর গ্লোভাল মিচুয়াল, ডিএস এস এল, শাসা ডেনিম, আইসিবি, মির আকতার, ওয়াইমেক্স।
সার্বিকভাবে আজকের শেয়ার বাজার নিষ্প্রাণ হবার মূল কারণ ছিল স্কুল কলেজ বন্ধ সহ বিভিন্ন বিধিনিষেধ নিয়ে প্রজ্ঞাপন, করোনার অবনতি, জুন ক্লোজিং, শেয়ার প্রান্তিক ইপিএস আসা ইত্যাদি। তাছাড়াও মাসের শেষ সপ্তাহ সব মিলিয়ে মার্কেটের বেশিরভাগ বিনিয়োগকারীরা পর্যাবেক্ষনের মানসিকতায় থাকার কারণে আজকে বাজারে গতি ছিলনা।
আপনাদের পেপারের লেখাগুলি খুব ই ভালো কিন্তু নিউমিত পাচ্ছিনা কেন?