শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় শাবিপ্রবির শিক্ষকদের পাঁচ সদস্যের দল

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের পাঁচ সদস্যের একটি দল।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে তারা বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

পাঁচ সদস্যের এ দলের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস। তিনি বলেন, ‘আমরা এখন ঢাকায় আছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি। কখন আলোচনা হবে এমন প্রশ্নে তিনি বলেন, কখন হবে তা এখনো সঠিক বলতে পারছি না।’

এর আগে বিকাল ৩টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চোধুরী নাদেলের মুঠোফোনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা বলিয়ে দেন। তখন শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনা করার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দলও ঢাকায় যেতে বলেন। এসময় শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে আলোচনা করতে সম্মত হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইন মাধ্যমে আলোচনায় বসার প্রস্তাব দেন। যার কারণে আলোচনায় সম্মত হলেও হয়নি আলোচনা। তাই উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন এখনো চলছে। আর হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৩জন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!