তৈমুর গডফাদারের প্রার্থী: আইভী

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমুর আলম খন্দকার গডফাদারের প্রার্থী। তিনি গডফাদারদের পক্ষ নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) সকালে ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

এ সময় তিনি বলেন ‘তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী না, শামীম ওসমানের প্রার্থী, সেলিম ওসমানের প্রার্থী। সে বিএনপির প্রার্থী হলে সে ধানের শীষের হতো৷ এখানে ধানের শীষ নাই। তিনি গডফাদারের প্রার্থী। নতুন করে আবার গডফাদারের উত্থান হতে শুরু করেছে।’

শামীম ওসমান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার (শামীম ওসমান) সঙ্গে নির্বাচন করেছি ২০১১ সালে। ২০১৬ তে তিনি সাখাওয়াতকে সাপোর্ট দিয়েছেন, আমাকে দেননি। তিনি নৌকার বিরুদ্ধে ধানের শীষে সিল মেরেছেন। তিনি ১৯৯৬তে নাজমা রহমানের নৌকা কেড়ে নিয়েছেন। ভোট বাক্স ছিনতাই করেছেন তার ভাই লাঙ্গলের পক্ষে। কিসের আওয়ামী লীগ করে! কেমন আওয়ামী লীগ করে! যে লাঙ্গলের হয়ে তার ভাইয়ের জন্য নৌকার ব্যালট বক্স ছিনতাই করে। তিনি সুবিধাবাদী।’

তিনি আরও বলেন, ‘আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নারায়ণগঞ্জের অপশক্তি। মাথাচাড়া দিয়ে উঠেছে গডফাদার, সন্ত্রাসীরা। আসুন, যেভাবে আমরা শক্ত হাতে দমন করেছি ঠিক সেভাবে এই দন্তবিহীন বাঘকে শক্ত হাতে দমন করতে চাই। আমরা হাতিকেও দমন করতে চাই, সন্ত্রাসীকে দমন করতে চাই। ভালো মানুষকে লালন করতে চাই। আমার পাশে আসুন। আমাকে ভোট দিন, সাপোর্ট করুন। আমরা শান্তিময় সবুজ সুন্দর নারায়ণগঞ্জ গড়ি একসঙ্গে।’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!